০৯ জানুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৬:২০, ৮ জানুয়ারি ২০২৬

সোনারগাঁয়ে দেড় কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

সোনারগাঁয়ে দেড় কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে দেড় কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৭ জানুয়ারি) বিকেল আনুমানিক ৪টা ৪৫ মিনিটে মেঘনা টোলপ্লাজা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ব্যক্তি হলেন কুমিল্লার মুরাদপুর থানার মো. শাহজাহানের ছেলে মো. রুবেল (৩৫)। 

এ সময় কুমিল্লা থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৪-৫৭০২) একটি বাস সোনারগাঁও থানাধীন আষাড়িয়ারচর এলাকায় মেঘনা টোলপ্লাজা সংলগ্ন পুলিশ চেকপোস্টে থামানো হয়। বাস থেকে নেমে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে। পরে তার হেফাজত থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় সোনারগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ

জনপ্রিয়