বন্দরে র্যাব পরিচয়ে ৮০ লাখ টাকা ছিনতাই
নারায়ণগঞ্জের বন্দরে র্যাব পরিচয়ে এক স্বর্ণ ব্যবসায়ীর দুই কর্মচারীকে যাত্রীবাহী বাস থেকে নামিয়ে প্রায় ৮০ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে সংঘবদ্ধ একটি চক্র।
বুধবার (৭ জানুয়ারি) বিকেলে বন্দর উপজেলার লাঙ্গলবন্দ ব্রিজের নিচে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার দুই কর্মচারী হলেন মোজাম্মেল হক হুমায়ুন (৫৫) ও ফজলে রাব্বি (৪৮)। ঘটনার পর পথচারীরা তাদের উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জের কালীরবাজার এলাকার হাজী স্বর্ণ শিল্পালয়ের মালিক মো. মনিরুল ইসলাম তার দুই কর্মচারী মোজাম্মেল হক হুমায়ুন ও ফজলে রাব্বিকে ঢাকার বায়তুল মোকাররম এলাকায় স্বর্ণ বিক্রির জন্য পাঠান। স্বর্ণ বিক্রি শেষে তারা প্রায় ৮০ লাখ টাকা নিয়ে গুলিস্তান থেকে সাইনবোর্ডের উদ্দেশ্যে শ্রাবণ পরিবহনের একটি বাসে ওঠেন।
বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে বাসটি মাতুয়াইল মেডিকেল হাসপাতালের সামনে পৌঁছালে র্যাব পরিচয়ে কয়েকজন ব্যক্তি বাসটি থামিয়ে ওই দুই কর্মচারীকে নামিয়ে নেয়। পরে তাদের একটি সাদা রঙের নোহা মাইক্রোবাসে তুলে চোখ বেঁধে বন্দরের লাঙ্গলবন্দ ব্রিজের নিচে নিয়ে যায়। সেখানে তাদের মারধর করে সঙ্গে থাকা ৮০ লাখ টাকা ছিনিয়ে নিয়ে ফেলে রেখে পালিয়ে যায় ছিনতাইকারীরা।
পথচারীরা ঘটনাস্থলে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-খ) ইমরান আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “র্যাব পরিচয়ে স্বর্ণ ব্যবসায়ীর কর্মচারীদের কাছ থেকে ৮০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।”





































