০৯ জানুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:০৩, ৭ জানুয়ারি ২০২৬

‘সারা বিশ্বের মানুষ খালেদা জিয়াকে গণতন্ত্রের মা হিসেবে জানে’

‘সারা বিশ্বের মানুষ খালেদা জিয়াকে গণতন্ত্রের মা হিসেবে জানে’

সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ১৮ নম্বর ওয়ার্ড মহানগর বিএনপির উদ্যোগে বিশেষ আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ১৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজালাল সরদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

অনুষ্ঠানে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের প্রতীক। শুধু বাংলাদেশের মানুষ নয়, সারা বিশ্বের মানুষ তাকে গণতন্ত্রের মা হিসেবে জানে। দেশের জন্য তার আত্মত্যাগের কারণেই জনগণ তাকে দেশনেত্রী উপাধি দিয়েছে, যা তিনি নিজে কখনো দাবি করেননি।”

তিনি বলেন, “গত ১৭ বছর ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার বেগম খালেদা জিয়া ও তার পরিবারের বিরুদ্ধে দুর্নীতি প্রমাণের জন্য হাজার হাজার কোটি টাকা ব্যয় করেও কিছুই পায়নি।”

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট প্রসঙ্গে তিনি বলেন,“কুয়েতের আমির ২০০৭ সালে চেকের মাধ্যমে ২ কোটি টাকা দান করেছিলেন, যা সরকারি ব্যাংক হিসাবে জমা রয়েছে। সেই টাকা সুদসহ এখন প্রায় ৮ কোটি টাকা হয়েছে। তবুও এই ঘটনাকে কেন্দ্র করেই বেগম খালেদা জিয়াকে সাজানো রায়ে কারাদণ্ড দেওয়া হয়।”

কারাবাস প্রসঙ্গে তিনি বলেন,“৭৩ বছর বয়সে বেগম খালেদা জিয়াকে নির্জন কারাবাসে রাখা হয়েছিল, যা বাংলাদেশের আইন ও মানবাধিকারের সম্পূর্ণ পরিপন্থী। নারী ও বৃদ্ধদের জন্য যে বিশেষ আইন রয়েছে, তা তার ক্ষেত্রে মানা হয়নি।”

শেখ হাসিনার বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, “বিদেশে চিকিৎসার আবেদন প্রসঙ্গে শেখ হাসিনা প্রকাশ্যে বেগম খালেদা জিয়ার মৃত্যু কামনা করেছেন। কোনো মুসলমান আরেক মুসলমানের মৃত্যু কামনা করতে পারে না।”
তিনি আরও বলেন, “বেগম খালেদা জিয়া কখনো কোনো রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে অশালীন বক্তব্য দেননি। অথচ তাকে এবং তার পরিবারকে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। তারেক রহমানকে গ্রেপ্তারের পর শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে, যা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন।”

সাখাওয়াত হোসেন খান বলেন, “শেখ হাসিনার শাসনামল ছিল দমন-পীড়ন ও হত্যার শাসন। নারায়ণগঞ্জসহ সারা দেশে একের পর এক হত্যাকা- ঘটেছে। অনেক বিএনপি নেতা কারাগারে মৃত্যুবরণ করেছেন।” 
তিনি বলেন, “হাদিসে বলা হয়েছে, মানুষের প্রতি মানুষের ভালো ব্যবহারই সবচেয়ে ওজনদার আমল। বেগম খালেদা জিয়া সেই আমলের অধিকারী ছিলেন। আমরা তার আদর্শ অনুসরণ করে একটি সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজিমুক্ত ও সুন্দর নারায়ণগঞ্জ গড়ে তুলতে চাই।”

সর্বশেষ

জনপ্রিয়