০৯ জানুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:২৪, ৭ জানুয়ারি ২০২৬

আপডেট: ২১:২৬, ৭ জানুয়ারি ২০২৬

বন্দরে জামায়াতের শীতবস্ত্র বিতরণ

বন্দরে জামায়াতের শীতবস্ত্র বিতরণ

ন্যায়ভিত্তিক রাষ্ট্র হলে রাষ্ট্রপ্রধানই মানুষের ঘরে ঘরে সেবা দিত: মাওলানা মইনুদ্দিন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার হাজীপুর এলাকায় শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বন্দর উপজেলা জামায়াতে ইসলামী।
বুধবার (৭ জানুয়ারি) বাদ আসর হাজীপুর তালিমুল মিল্লাত মাদরাসা প্রাঙ্গণে ‘এসো একসাথে গড়ি বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মইনুদ্দিন আহমাদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দুনিয়াতে মানুষকে শীত-গরমসহ নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়। কিন্তু জান্নাতে কোনো দুঃখ-কষ্ট বা সমস্যা থাকবে না। সেই জান্নাত লাভের জন্য নিয়মিত নামাজ আদায় করতে হবে। তিনি সবাইকে নামাজের প্রতি যতœবান হওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, সমাজে যদি ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠিত থাকতো, তাহলে আজ শীতার্ত মানুষকে শীতবস্ত্র নিতে এখানে আসতে হতো না। বরং রাষ্ট্রপ্রধান নিজেই মানুষের ঘরে ঘরে গিয়ে প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিতেন। জামায়াতে ইসলামী এমনই একটি ন্যায়ভিত্তিক ও ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

দেশের সামর্থ্যবান ও বিত্তবান মানুষদের উদ্দেশে তিনি বলেন, সমাজের বিত্তশালীরা যদি নিজ নিজ অবস্থান থেকে শীতার্ত মানুষের পাশে দাঁড়ান, তাহলে দেশে আর কেউ শীতবস্ত্রের অভাবে কষ্ট পাবে না। মানবতার সেবায় সবাইকে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসতে হবে।

বন্দর উপজেলা জামায়াতের আমীর মাওলানা খোরশেদ আলম ফারুকীর সভাপতিত্বে এবং সেক্রেটারি আরিফুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন।

অনুষ্ঠানে স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ উপস্থিত থেকে শীতার্ত মানুষের হাতে কম্বল ও অন্যান্য শীতবস্ত্র তুলে দেন। বক্তারা ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।

সর্বশেষ

জনপ্রিয়