১৭ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:০৬, ১৭ ডিসেম্বর ২০২৫

বিজয় দিবসে শহীদনগরে ক্বেরাত ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

বিজয় দিবসে শহীদনগরে ক্বেরাত ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৮নং ওয়ার্ডের শহীদনগরে ক্বেরাত, হামদ-নাত, চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টায় শহীদনগর অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানের আয়োজন করে অরাজনৈতিক সমাজসেবামূলক সংগঠন 'আমরা শহীদনগরবাসী'। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সমাজসেবক মাসুদুজ্জামান মাসুদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদনগর পঞ্চায়েত প্রধান আনোয়ার হোসেন দেওয়ান, বাইতুল জান্নাত জামে মসজিদের সাধারণ সম্পাদক মনির হোসেন, কোষাধ্যক্ষ মুসলিম উদ্দিন, সিটি লাইফ হাসপাতালের ব্যবস্থাপক কবির হোসেন ও তোফাজ্জল হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন চিলড্রেন গার্ডেন স্কুলের সভাপতি নুরুল ইসলাম ইবনে কোব্বাত, অধ্যক্ষ শাহালমসহ স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে নতুন প্রজন্মকে নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়