১২ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৬:৫২, ১২ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার সুস্থতা কামনায় জাকির খানের মিলাদ ও দোয়া মাহফিল

খালেদা জিয়ার সুস্থতা কামনায় জাকির খানের মিলাদ ও দোয়া মাহফিল

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় নারায়ণগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের পর ফতুল্লার দেওভোগ এলাকার নাগবাড়ি ডিএসএস ক্লাব মাঠে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের উদ্যোগে এ মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।

এতিমখানা ও মাদরাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশেষ মোনাজাতে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেওভোগ পোশাক প্রস্তুতকারক মালিক সমিতির সভাপতি কবির হোসেন খান, জেলা প্রজন্ম দলের আহ্বায়ক সলিমুল্লাহ করিম সেলিম, বাংলাদেশ হোসিয়ারী অ্যাসোসিয়েশনের পরিচালক ও সাবেক যুবদল নেতা পারভেজ মল্লিক, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সদর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক দিদার খন্দকারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সর্বশেষ

জনপ্রিয়