নারী উদ্যোক্তাকে প্রকাশ্যে মারধরে মহিলা পরিষদের নিন্দা
নারায়ণগঞ্জে প্রিয়াঙ্কা বিউটি পার্লার অ্যান্ড ট্রেনিং সেন্টারের কর্ণধার আফরোজা পারভীনকে তার স্বামী আব্দুস সোবাহান প্রকাশ্যে রাস্তায় মারধরের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ, নারায়ণগঞ্জ জেলা কমিটি।
শনিবার (৮ নভেম্বর) সংগঠনটি এক বিবৃতিতে এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।
সংগঠনটি বিবৃতিতে জানায়, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, প্রকাশ্য দিবালোকে আব্দুস সোবাহান তার স্ত্রী আফরোজা পারভীনকে মারধর, অপমান ও শারীরিকভাবে হেনস্তা করেন। ঘটনাটি শুধু নিন্দনীয়ই নয়, এটি সমাজের জন্য একটি লজ্জাজনক ও বিপজ্জনক দৃষ্টান্ত হয়ে থাকবে।
বিবৃতিতে আরও বলা হয়, আফরোজা পারভীন ছিলেন নারায়ণগঞ্জে নারী উদ্যোক্তাদের অগ্রদূতদের একজন। ৮০’র দশকে তিনি প্রথম বিউটি পার্লার স্থাপন করেন এবং পরবর্তীতে ট্রেনিং সেন্টারের মাধ্যমে বহু নারীর কর্মসংস্থানের সুযোগ তৈরি করেন। অন্যদিকে, তার স্বামী আব্দুস সোবাহানও একজন সফল ব্যবসায়ী হিসেবে পরিচিত।
“এমন শিক্ষিত ও সমাজে প্রতিষ্ঠিত পরিবারের মধ্যে এ ধরনের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক,”—বিবৃতিতে উল্লেখ করে মহিলা পরিষদ জানায়, ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দায়ী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে আর কোনো নারীকে এমন ন্যাক্কারজনক হেনস্তার শিকার হতে না হয়।
সংগঠনটি সমাজের সকল স্তরে নারী নির্যাতন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ ও নারী উদ্যোক্তাদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।





































