০৬ নভেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:৪৯, ৬ নভেম্বর ২০২৫

ত্বকী হত্যাকাণ্ডের বিচার শেষের দাবিতে আলোকপ্রজ্বলন শনিবার

ত্বকী হত্যাকাণ্ডের বিচার শেষের দাবিতে আলোকপ্রজ্বলন শনিবার

তানভীর মুহাম্মদ ত্বকী হত্যাকাণ্ডের ১৫২ মাস পূর্ণ হলো। নিহত ত্বকীর হত্যাকাণ্ডের বিচার দীর্ঘ ১১ বছর ৬ মাস ধরে স্থগিত ছিল। শেখ হাসিনার নির্দেশে তার সরকার এই বিচার প্রক্রিয়া বন্ধ রাখেছিল। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার পুনরায় বিচার প্রক্রিয়া শুরু করেছে।

সম্প্রতি তদন্তকারী সংস্থা র‌্যাব জানিয়েছে, তদন্ত শেষ পর্যায়ে পৌঁছেছে এবং অচিরেই আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হবে।

নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে, “ত্বকীসহ সকল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দ্রুত বিচার কার্য সম্পন্ন করতে হবে। একই সঙ্গে বৈষম্যমূলক বিচার ব্যবস্থার অবসান প্রয়োজন।”

এই দাবিতে আলোকপ্রজ্বলন কর্মসূচি আয়োজন করা হয়েছে। কর্মসূচি আগামী ৮ নভেম্বর, শনিবার সন্ধ্যা ৬টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হবে।

নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের প্রচার ও দপ্তর সম্পাদক উজ্জ্বল উচ্ছাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

সর্বশেষ

জনপ্রিয়