র্যাব পরিচয়ে অপহরণ ও টাকা ছিনতাইয়ের অভিযোগ
সিদ্ধিরগঞ্জে র্যাব পরিচয়ে মো. সজীব হোসেন (২৭) নামক এক ব্যবসায়ীকে প্রথমে অপহরণ ও পরে ২৫ লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (৭ নভেম্বর) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিটাগাংরোড অংশে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী র্যাব-১১ ও সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে বলা হয়েছে, গতকাল ৭ নভেম্বর দুপুর ১২টার সময়ে সজীব হোসেন কালো রঙের একটি অফিস ব্যাগের মধ্যে ২৫ লাখ টাকা নিয়ে গুলিস্তান হতে স্বদেশ পরিবহনে চড়ে মদনপুরস্থ ব্যবসা প্রতিষ্ঠানে নিয়ে যাচ্ছিলেন। সড়কপথে দুপুর আনুমানিক সাড়ে ১২ টায় মহাসড়কের চিটাগাংরোড সংলগ্ন সাজেদা ফাউন্ডেশনের সামনে পৌঁছালে সাদা রঙের একটি হাইএস মাইক্রোবাস ভুক্তভোগীকে বহন করা বাসটির গতিরোধ করে সামনে ব্যারিকেড দেন। এসময় মাইক্রোবাসে থাকা অজ্ঞাত পরিচয়ের চার ছিনতাইকারী ভুক্তভোগীকে বাস থেকে হাতকড়া পরিয়ে নামিয়ে নিজেদের মাইক্রোবাসে তুলে নিয়ে যান। ওই ছিনতাইকারীদের মধ্যকার দুইজন র্যাবের কটি ও দুইজন সিভিল পোশাকে ছিল। পরবর্তীতে সজীবের চোখে গামছা বেঁধে মারধর করে এবং তার সঙ্গে থাকা অর্থ ছিনিয়ে নেওয়া হয়।
সজীব হোসেন জানান, দুর্বৃত্তরা আমাকে মারধর করার পর এদিন দুপুর ১টায় সিদ্ধিরগঞ্জের মৌচাক ক্যানালপাড় এলাকায় হাত-পা বাঁধা অবস্থায় ফেলে রাখে পালিয়ে যান। পরে আমার ডাক চিৎকারে স্থানীয়রা এসে আমাকে উদ্ধার করেন।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, একজন এসে ২৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ দিয়েছেন। আমি তদন্তবার পাওয়া এসআই জহিরুল তদন্ত করবে। অভিযোগকারী এতো টাকা কোথায় পেলো এবং ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।
র্যাব-১১ এর কোম্পানি কমান্ডার মো. নাঈম উল হক বলেছেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি আজ। ছিনতাইয়ের ঘটনা নিয়ে ইতোমধ্যে আমাদের একটি টিম কাজ করে যাচ্ছে। আমরা তদন্ত করছি।





































