ধানের শীষে ভোট চেয়ে মাসুদুজ্জামানের পক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগ
নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের পক্ষে তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের আহ্বানে লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডের নিতাইগঞ্জ ও নলুয়াপাড়া এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
গণসংযোগে অংশগ্রহণকারীরা সাধারণ মানুষের হাতে লিফলেট বিতরণ করে ধানের শীষের পক্ষে ভোট চান এবং রাষ্ট্র কাঠামো সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
গণসংযোগের শুরুতে এক সংক্ষিপ্ত সমাবেশে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের (জিসপ) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মো. এম গিয়াস উদ্দিন খোকন বলেন, “সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গড়তে হলে তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে হবে। মাসুদুজ্জামান মাসুদ ভাইকে বিপুল ভোটে জয়ী করে ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কার বাস্তবায়ন করতে হবে।”
তিনি আরও বলেন, “এখানে কোনো গ্রুপিং চলবে না, কোনো অনুসারী রাজনীতি নয়— ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। বিএনপি যাকে মনোনয়ন দিয়েছে, তাকেই জয়ী করতে হবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের (জিসপ) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি সুলতান মাহমুদ পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, প্রচার সম্পাদক মো. কামাল মণ্ডল, ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক মো. কবির হোসেন, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সহসভাপতি মো. মহসিন উল্লাহ প্রমুখ।





































