ডেঙ্গু প্রতিরোধে অসচ্ছলদের মাঝে আমরা নারায়ণগঞ্জবাসী’র মশারি বিতরণ
নারায়ণগঞ্জ শহর ও শহরতলীতে ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় অসচ্ছল মানুষের মাঝে উন্নতমানের মশারি বিতরণ করেছে “আমরা নারায়ণগঞ্জবাসী” সংগঠন। শনিবার (৮ নভেম্বর) সকাল ১১টায় ভুঁইয়ারবাগ বিদ্যানিকেতন হাই স্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে তিন শতাধিক মানুষের মাঝে এসব মশারি বিতরণ করা হয়।
এ কর্মসূচি বাস্তবায়িত হয় নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আলহাজ্জ মতিউর রহমানের আর্থিক সহায়তায় এবং “আমরা নারায়ণগঞ্জবাসী” সংগঠনের সার্বিক ব্যবস্থাপনায়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ নূরউদ্দিন আহমেদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন মন্টু।
সভাপতি তার বক্তব্যে বলেন, “আমরা নারায়ণগঞ্জবাসী” সবসময় নাগরিক সমস্যা নিয়ে কাজ করে এবং দুর্যোগে মানবসেবা করে থাকে। ভুঁইয়ারবাগ এলাকা ডেঙ্গুর হটস্পট হওয়ায় অসচ্ছল মানুষের মাঝে মশারি বিতরণের এই উদ্যোগ নিয়েছি। তিনি বিদ্যানিকেতন স্কুলের চার শিক্ষার্থীর ডেঙ্গুতে মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ের পরিচালনা বোর্ডের সহ-সভাপতি সালাম খোকন। তিনি বলেন, “ডেঙ্গু প্রতিরোধে সিটি করপোরেশন ও সিভিল সার্জন অফিসকে বারবার অবহিত করা হলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।” তিনি প্রশাসনকে আরো সক্রিয় হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সভাপতি মো. মোয়াজ্জেম হোসেন সোহেল, সংগঠনের সহ-সভাপতি রমজান-উল-রশিদ, সহ-সাধারণ সম্পাদক মাহামুদ হোসেন, ধর্মবিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. হোসেন জুলু, সহ-সাংগঠনিক সম্পাদক মাকিদ মোস্তাকিম শিপলু, সম্পাদকমণ্ডলীর সদস্য পপি রানী সরকার, গোলাম রসূল রফিক, আব্দুল কাইয়ুম আল-আমীন, প্রচার সম্পাদক মো. ওয়াহিদুজ্জামান, প্রধান শিক্ষক বাবু উত্তম কুমার সাহা, সমাজকল্যাণ সম্পাদক মো. ইমরান শরীফ, মো. ফয়সাল, মো. ইয়াকুব আলী প্রমুখ।





































