সংগীত ও শরীরচর্চা শিক্ষক নিয়োগ বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদ
প্রাথমিক শিক্ষায় সংগীত ও শরীরচর্চা শিক্ষক পদ বাতিলের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট। শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে পাঁচটায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত এ কর্মসূচিতে অংশ নেন শহরের সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ ও বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন সাংস্কৃতিক জোটের উপদেষ্টা শিল্পী রফিউর রাব্বি এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক দিনা তাজরিন।
রফিউর রাব্বি বলেন, “সরকার হুট করে, কোনো আলোচনা বা পরামর্শ ছাড়াই ঘোষণা দিয়েছে—প্রাথমিক শিক্ষায় সংগীত ও শরীরচর্চা শিক্ষক নিয়োগ বন্ধ থাকবে। এটি দেশের হাজার বছরের সংস্কৃতি ও কৃষ্টির ওপর আঘাত। শেখ হাসিনা সরকারের আমলে যেমন সংস্কৃতিবিরোধী সিদ্ধান্ত ও সাম্প্রদায়িক তোষণ দেখা গিয়েছিল, এখনো একই ধারা লক্ষ্য করা যাচ্ছে।”
তিনি আরও বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার যদি মনে করে সাম্প্রদায়িক অপশক্তির এক সংবাদ সম্মেলনের ভয় পেয়ে তারা সংস্কৃতির বিরুদ্ধে অবস্থান নেবে, তবে তারা মুক্তিযুদ্ধের চেতনা ও প্রজন্মের আকাঙ্ক্ষার সাথে বিশ্বাসঘাতকতা করবে। আমরা মুক্তিযুদ্ধের উত্তরাধিকার—আমাদের চেতনা প্রতিটি ধর্ম, জাতি ও মতাদর্শের নিরাপত্তা নিশ্চিত করা।”
রাব্বি বলেন, “সংস্কৃতিবিরোধী এই সিদ্ধান্ত দ্রুত প্রত্যাহার করতে হবে। প্রাথমিক শিক্ষায় সংগীত ও শরীরচর্চার শিক্ষক নিয়োগ অবিলম্বে শুরু করতে হবে। নতুবা এর পরিণতি ভয়াবহ হবে। মুক্ত চিন্তার মানুষ এই সিদ্ধান্ত মেনে নেবে না।”
তিনি সতর্ক করে বলেন, “সাম্প্রদায়িক অপশক্তির সঙ্গে আপস করে ক্ষমতায় টিকে থাকার যে পায়তারা চলছে, আমরা তার তীব্র নিন্দা জানাই ও ধিক্কার জানাই। ১৮ কোটি মানুষ মুক্ত চিন্তার চর্চায় বিশ্বাসী—এই শক্তিকে দুর্বল করে সাম্প্রদায়িক অপশক্তিকে শক্তিশালী করার কোনো সুযোগ দেয়া হবে না।”
রফিউর রাব্বি বলেন, “নারায়ণগঞ্জকে অশান্ত করার জন্য একটি কুচক্রি মহল সক্রিয় হয়েছে। অনলাইন নিউজ পোর্টালে মিথ্যা সংবাদ প্রকাশ করে বিভ্রান্তি ছড়াচ্ছে। তারা আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা চালাচ্ছে এবং নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উপদেষ্টা ভবানীশংকর ও বাম রাজনীতির সঙ্গে যুক্ত সাবেক কাউন্সিলর অসিত বরণ বিশ্বাসসহ কয়েকজন প্রগতিশীল ব্যক্তিকে ষড়যন্ত্রমূলকভাবে ‘ফ্যাসিবাদী দোসর’ হিসেবে তুলে ধরছে।”
তিনি বলেন, “যারা ওসমান পরিবারের ফ্যাসিবাদের দালাল হিসেবে কাজ করেছে, এখন তারা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। এই দালালদের চিহ্নিত করে প্রশাসন ও গোয়েন্দা সংস্থাকে ব্যবস্থা নিতে হবে। নারায়ণগঞ্জে নতুন করে সাম্প্রদায়িক উস্কানি সৃষ্টি করার যে ষড়যন্ত্র চলছে, তা আমরা কোনোভাবেই মেনে নেব না।”
রফিউর রাব্বি বলেন, “আমরা যেমন আওয়ামী লীগের পুনর্বাসন মেনে নেব না, তেমনি সাম্প্রদায়িক অপশক্তির উত্থানও বরদাস্ত করবো না। এই মানববন্ধনের মাধ্যমে আমরা সরকারকে সতর্ক করছি—প্রাথমিক শিক্ষায় সংগীত ও শরীরচর্চার শিক্ষক নিয়োগ বন্ধের সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং সাম্প্রদায়িক অপশক্তির সঙ্গে কোনো আপস চলবে না।”
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি মনি সুপান্থ, উপদেষ্টা ফাহমিদা আজাদ, সাধারণ সম্পাদক দিনা তাজরিনসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও সাংস্কৃতিক কর্মীরা।





































