সাংবাদিকদের মারধর করা কৃষক দল নেতার পদ স্থগিত
তিন সাংবাদিককে মারধরের ঘটনায় নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেনের পদ স্থগিত করেছে কেন্দ্র।
শনিবার (৮ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুষ্পষ্ট অভিযোগে তার পদ স্থগিত করার কথা জানায় কেন্দ্রীয় কৃষক দল।
কৃষক দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম জানান, সংগঠনের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল অভিযুক্ত কৃষকদল নেতার পদ স্থগিত করার সিদ্ধান্তে অনুমোদন দেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুষ্পষ্ট অভিযোগের ভিত্তিতে জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক শাহাদাত হোসেনের দলীয় পদ স্থগিত করা হয়েছে। এ সিদ্ধান্ত ৮ নভেম্বর ২০২৫ থেকে কার্যকর হবে।
গত ৫ নভেম্বর বিকেলে ফতুল্লার গিরিধারা এলাকায় তিন সংবাদকর্মীকে মারধর করেন কৃষক দলের নেতা শাহাদাত হোসেন (৬০)। ওই সাংবাদিকদের মারধরের পর তাদের আটকে রেখে মোবাইল ও ক্যামেরা ভাঙচুরও করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত কৃষক দল নেতা বর্তমানে কারাগারে।





































