২৬ অক্টোবর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:২৪, ২৬ অক্টোবর ২০২৫

সোমবার ইসলামী আন্দোলনের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

সোমবার ইসলামী আন্দোলনের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগপৎ আন্দোলনের চতুর্থ দফার কর্মসূচির অংশ হিসেবে সোমবার (২৭ অক্টোবর) বিকাল ৩টায় চাষাড়া শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ ও মিছিল সফল করার আহ্বান জানিয়েছে নারায়ণগঞ্জ মহানগর সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ ও সেক্রেটারি সুলতান মাহমুদ।

রবিবার (২৬ অক্টোবর) বাদ মাগরিব এক যৌথ বিবৃতিতে তারা বলেন, তফসিল ঘোষণার আগেই গণভোট আয়োজন, জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতি, ওই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, গণহত্যার বিচারের ব্যবস্থা, নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণ এবং ফ্যাসিবাদের দোসরদের বিচার ও বিচারকালীন কার্যক্রম নিষিদ্ধকরণ- এই ৫ দফা দাবি বাস্তবায়নের জন্য যুগপৎ আন্দোলন চলমান রয়েছে।

বিবৃতিতে তারা আরও বলেন, “আমাদের ধারাবাহিক কর্মসূচি চলমান আছে। এই দাবি মেনে নিলে রাজনৈতিক সংকট সমাধানের পথ খুলবে; নাহলে আমরা কঠোরতর কর্মসূচির পথে হাঁটতে বাধ্য হব।”

সর্বশেষ

জনপ্রিয়