নীলফামারীতে শ্রমিক হত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ

নীলফামারী ইপিজেডে পুলিশ-সেনাবাহিনীর গুলিতে শ্রমিক হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা শাখা।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৪টায় সলিমুল্লাহ সড়কের রামকৃষ্ণ মিশনের সামনে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বঙ্গবন্ধু সড়কের মর্ডান ডায়গনস্টিক সেন্টারের সামনে দিয়ে ঘুরে চাষাড়া শহীদ মিনারে শেষ হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা কমিটির সভাপতি এম এ শাহীন। বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. ইউছুব, অর্থ সম্পাদক আমজাদ হোসেন, দপ্তর সম্পাদক মো. মোস্তাকিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
নেতারা বলেন, নীলফামারী ইপিজেডের এভারগ্রীন কারখানার শ্রমিকরা অবৈধ ছাঁটাইয়ের বিরুদ্ধে আন্দোলন করছিলেন। কিন্তু তাদের ন্যায্য দাবি আদায়ের বদলে পুলিশ-সেনাবাহিনী নির্বিচারে গুলি চালিয়ে হাবিব নামের এক শ্রমিককে হত্যা করে এবং বহু শ্রমিককে আহত করে। এটি রাষ্ট্রীয় দমন-পীড়নের জঘন্য উদাহরণ।
তারা আরও অভিযোগ করেন, সরকারের দায়িত্ব ছিল শান্তিপূর্ণ সমাধান নিশ্চিত করা, কিন্তু উল্টো মালিকের পক্ষ নিয়ে শ্রমিকদের দমন করেছে। গণমাধ্যমও এ হত্যাকা-কে ‘সংঘর্ষ’ বলে চালাচ্ছে, যা শ্রমিকদের প্রতি অবিচার।
বক্তারা অবিলম্বে দোষীদের চিহ্নিত করে শাস্তি, নিহত-আহত শ্রমিকদের চিকিৎসা ও ক্ষতিপূরণ নিশ্চিত করা এবং শ্রমিক ছাঁটাই-নির্যাতন বন্ধ করে শিল্পে সুষ্ঠু কর্মপরিবেশ গড়ে তোলার দাবি জানান।