আপনারা আমার দুই সন্তানকে পাশে পাবেন: আবুল কালাম
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সাংসদ অ্যাডভোকেট আবুল কালাম বলেন, “বিগত দিনে গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামে যারা নির্যাতিত হয়েছেন এবং জুলাই আন্দোলনে আহত ও নিহত হয়েছেন, তাদের সবাইকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। জুলাই আন্দোলনের ফলস্বরূপ আজ আমরা কোনো বাধা ছাড়াই যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে পারছি। এর আগে পূর্ববর্তী দিনগুলোতে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে গিয়ে দলের নেতাকর্মীরা মামলা, হামলা ও নানা হয়রানির শিকার হয়েছেন।”
সোমবার (২৭ অক্টোবর) সকাল ১১টায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দর্পন প্রধানের উদ্যোগে আয়োজিত আনন্দ র্যালি পূর্বক মহানগর বিএনপির সদস্য আওলাদ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবুল কালাম আরও বলেন, “আমার সন্তান আবুল কাউছার আশার পাশে থেকে আপনারা যেভাবে সহযোগিতা করেছেন, আশা করি ভবিষ্যতেও সেইভাবে পাশে থাকবেন। আমার মেয়ে অ্যাডভোকেট সামছুর নাহার বাঁধনকে আপনারা যেভাবে আইনী সহয়তায় পাশে পেয়েছেন, সেভাবেই পাশে পাবেন। ঐতিহাসিকভাবে আপনারা আমার দুই সন্তানকে পাশে পাবেন।”
আনন্দ র্যালি পরিচালনা করেন মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক আবুল কাউছার আশা। নগরীর মন্ডলপাড়া এলাকা থেকে র্যালি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কালিবাজার ফ্রেন্ড মার্কেটের সামনে গিয়ে শেষ হয়। র্যালিতে যুবদল নেতা-কর্মীরা সাদা ক্যাপ পরে দলীয় শ্লোগান দিতে থাকেন। এর আগে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা মন্ডলপাড়া এলাকায় জড়ো হন।
র্যালিতে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য আওলাদ হোসেন, আমিনুর ইসলাম মিঠু, মহানগর বিএনপি নেতা মোহাম্মদ হোসেন কাজল, হাজী সোলেইমান মিয়া, মনির হোসেন, হাজী তাহের আলী, মেজকাহ উদ্দিন স্বপন, মহসিন মিয়া, গোলাম মোস্তফা, স্বপন মাহমুদ, নেছার উদ্দিন, সুজন মাহমুদ, মোস্তাফিজুর রহমান পাবেল, শহীদ হাসান, মহানগর যুবদলের নেতা শফিকুল ইসলাম শফিক, রাজীব মোল্লা, সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক জাহাঙ্গীর বেপারী, এবং হৃদয়, জুয়েল, আনোয়ার, আলতাব হোসেন ইব্রাহীম, মনির হোসেন, সজীব খান, নাছিরসহ অন্যান্য নেতৃবৃন্দ।





































