দেশে নৈরাজ্যকর পরিস্থিতি বিরাজ করছে: সিপিবি
মুক্তিযুদ্ধের চেতনা ও জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষায় শোষণ-বৈষম্যহীন অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে বাম গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
জনগণের মৌলিক অধিকার, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও শোষণমুক্ত মানবিক সমাজ গঠনের লক্ষ্যে আগামী ১৪ নভেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সিপিবির জাতীয় সমাবেশ সফল করার আহ্বান জানিয়ে নারায়ণগঞ্জ জেলা সিপিবি শহর কমিটির উদ্যোগে দুটি পথসভা অনুষ্ঠিত হয়।
সোমবার (২৭ অক্টোবর) বিকেল ৪টায় নারায়ণগঞ্জের ২নং রেলগেট ও মন্ডলপাড়া পুল এলাকায় এ পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় সভাপতিত্ব করেন সিপিবি শহর কমিটির সভাপতি আব্দুল হাই শরীফ।
সভায় বক্তব্য রাখেন জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শিবনাথ চক্রবর্তী, সাধারণ সম্পাদক এম এ শাহীন, সদস্য শাহানারা বেগম, শিশির চক্রবর্তী, শহর কমিটির সাধারণ সম্পাদক সুজয় রায় চৌধুরী ও সহ-সাধারণ সম্পাদক মৈত্রী ঘোষ প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, “দেশে বর্তমানে এক নৈরাজ্যকর পরিস্থিতি বিরাজ করছে। মানুষের জানমালের কোনো নিরাপত্তা নেই। মব সন্ত্রাস, চাঁদাবাজি, লুটপাট, দখলদারিত্ব ও হত্যাকাণ্ডের ঘটনা বেড়ে গেছে। আইনশৃঙ্খলা চরম অবনতির দিকে গেছে এবং সামাজিক অস্থিরতা দিন দিন বাড়ছে।”
তারা আরও বলেন, “অন্তর্বর্তী সরকার জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে এবং জনস্বার্থে মৌলিক কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। জাতীয় নির্বাচন আয়োজনেও গাফিলতি পরিলক্ষিত হচ্ছে, অথচ সরকারের এখতিয়ারবহির্ভূত বিষয়ে অতিরিক্ত সক্রিয়তা দেখা যাচ্ছে। চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়া ও রাখাইন করিডোর সংক্রান্ত সিদ্ধান্ত দেশের স্বার্থবিরোধী- এগুলো বাতিল করতে হবে।”
বক্তারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, ডেঙ্গু প্রতিরোধ, আইনশৃঙ্খলা উন্নয়ন, দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের গ্রেপ্তার এবং বন্ধ কলকারখানা পুনরায় চালু করে নতুন কর্মসংস্থান তৈরির দাবি জানান।
নেতৃবৃন্দ বলেন, “আগামী ফেব্রুয়ারিতে নির্ধারিত সময়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন আয়োজনের পাশাপাশি দেশ পরিচালনায় জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়েই বাম গণতান্ত্রিক শক্তির বিকল্প সরকার গঠন সম্ভব।”





































