২৮ অক্টোবর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:৪২, ২৭ অক্টোবর ২০২৫

আপডেট: ১৯:৫১, ২৭ অক্টোবর ২০২৫

শান্তির পায়রা হাতে একমঞ্চে মাসুদুজ্জামান-সাখাওয়াত-টিপু

শান্তির পায়রা হাতে একমঞ্চে মাসুদুজ্জামান-সাখাওয়াত-টিপু

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর মঞ্চে এক হয়েছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের তিন মনোনয়ন প্রত্যাশীÑ মাসুদুজ্জামান মাসুদ, সাখাওয়াত হোসেন খান এবং আবু আল ইউসুফ খান টিপু। এ সময় তারা শান্তির পায়রা উড়ান। মনোনয়নকে কেন্দ্র করে বিগত দিনে এই তিন নেতার মধ্যে দ্বৈরথ দেখা দিলেও দলীয় কর্মসূচিতে তারা একত্রে মঞ্চে উঠে ভিন্ন বার্তা দিয়েছেন বলে মনে করছেন অনেকে।

সোমবার (২৭ অক্টোবর) বিকেলে খানপুর এলাকায় নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালের সামনের সড়কে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহানগর যুবদলের আয়োজিত সমাবেশে এ দৃশ্য দেখা যায়।

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজলের সভাপতিত্ব ও সদস্য সচিব শাহেদ আহমেদের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন তারা।

দীর্ঘদিন ধরে পারস্পরিক দূরত্ব ও মতবিরোধের জন্য পরিচিত এই তিন নেতাকে একই মঞ্চে দেখা যায়। এর আগে বিভিন্ন অনুষ্ঠানে একে অপরের বিরুদ্ধে নানা বক্তব্যও দিয়েছেন। কিন্তু যুবদলের এ কর্মসূচিতে একে অপরের সাথে কুশল বিনিময় করতেও দেখা গেছে।

অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে তিন নেতাই বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আস্থার কথা জানান এবং আসন্ন জাতীয় নির্বাচনে দলের পক্ষে একসাথে কাজ করার কথা অঙ্গিকার ব্যক্ত করেন।

মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান বলেন, “জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের বিএনপির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। নারায়ণগঞ্জ মহানগর যুবদল গত ১৫ বছর বিএনপির সকল আন্দোলন সংগ্রামে রাজপথের লড়াকু সৈনিক হিসেবে যুবদলের নেতা-কর্মীরা রাজপথ কাঁপিয়েছে। এই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।”

তিনি বলেন, “নারায়ণগঞ্জ মহানগর বিএনপির পক্ষ থেকে আপনাদের বলতে চাই, আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। আগামী দিনে যে নির্বাচন হবে, সে নির্বাচন নিয়ে অনেক দেশী-বিদেশী ষড়যন্ত্র হচ্ছে। সে ষড়যন্ত্রকে আমাদের ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে। আমারা সে প্রতিরোধের মাধ্যমে আগামী যে নির্বাচন হবে সে নির্বাচনে আমরা ধানের শীষ মার্কাকে ঐক্যবদ্ধভাবে বিজয়ী করবো।”

“আমরা সবাই জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার আদর্শের সৈনিক। আমাদের অনুপ্রেরণার প্রতীক আমাদের নেতা তারেক রহমান। তারেক রহমানের নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধ আছি। আগামী দিনে সবাইকে তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।”

নারায়ণগঞ্জ চেম্বর অব কমার্সের সাবেক সভাপতি ও বিএনপি নেতা মাসুদুজ্জামান মাসুদ বলেন, “যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। জাতীয়তাবাদী দলের সোনালী ফসল হচ্ছে যুবদল। আপনাদের ত্যাগ আমরা কোনো দিনও ভুলবো না। আমার রাজনৈতিক জীবন এই সংগঠনের মাধ্যমেই শুরু করেছি। তাই আমি আপনাদেরকে নিয়ে গর্ব করি। আমাদের সবচেয়ে বড় দুর্গ এই জাতীয়তাবাদী যুবদল।”

তিনি আরও বলেন, “আমরা বিশ্বাস করি আগামীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ এবং বেগম খালেদা জিয়ার ত্যাগ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিক নির্দেশনায় আমরা ভবিষ্যতে এগিয়ে যাবো। আমরা আপনাদেরকে নিয়ে আশা করি একটি নতুন বাংলাদেশ গড়ার। ভবিষ্যতে আমরা এক হয়ে একযোগে কাজ করবো। আমাদের ভিতরে কোনো ভেদাভেদ নাই আমরা ঐক্যবদ্ধ। আমরা ঐক্যবদ্ধ হয়ে জাতীয়তাবাদী দলের জন্য কাজ করবো।”

মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বলেন, “যুবদল বিগত আন্দোলন সংগ্রামে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে। তারেক রহমানের নেতৃত্বে আমরা ফ্যাসিস্ট, চাঁদাবাজ, দখলদারিত্ব ও মাদকমুক্ত দেশ গড়ে তুলবো। ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি সমৃদ্ধশালী দেশ উপহার দিতে চাই। যারা ফ্যাসিস্ট সরকার আমলে শাওনসহ যারা শহীদ হয়েছেন তাদের সবার রূহের আত্মার মাগফেরাত কামনা করি।”

সমাবেশ শেষে নেতা-কর্মীরা খানপুর থেকে নবাব সলিমুল্লাহ সড়ক হয়ে চাষাঢ়া পর্যন্ত প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি করেন।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু, যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি গোলাম মোস্তফা সাগর, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাখাওয়াত ইসলাম রানা, মহানগর কৃষক দলের সভাপতি এনামুল হক খন্দকার স্বপন, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন সেন্টু, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে এলাহী সোহাগ, যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন, যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন কমল, যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ অপু, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসেন আনোয়ার, যুগ্ম আহ্বায়ক শাকিল মিয়া, যুগ্ম আহ্বায়ক আহসান খলিল শ্যামল, যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম সজিব, যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান মৃধা, আহ্বায়ক কমিটির সদস্য রাফি উদ্দিন রিয়াদ, ওয়াদুদ ভূইয়া সাগরসহ যুবদলের থানা ও বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মীরা।

সর্বশেষ

জনপ্রিয়