০৪ আগস্ট ২০২৫

প্রকাশিত: ২২:১১, ৩ আগস্ট ২০২৫

‘জুলাই ঘোষণাপত্র’ অনুষ্ঠানে নারায়ণগঞ্জ থেকে যাবে বিশেষ ট্রেন

‘জুলাই ঘোষণাপত্র’ অনুষ্ঠানে নারায়ণগঞ্জ থেকে যাবে বিশেষ ট্রেন

আগামী ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঢাকায় জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে। এই অনুষ্ঠানে ছাত্র-জনতার উপস্থিতি নিশ্চিত করতে দেশের বিভিন্ন স্থান থেকে বিশেষ ট্রেন ছাড়বে। নারায়ণগঞ্জ থেকেও ঢাকার উদ্দেশ্যে একটি বিশেষ ট্রেন ছাড়বে।

দশ কোচের ৫১০ আসনের বিশেষ ট্রেনটি নারায়ণগঞ্জ থেকে ঢাকায় দুপুর ২-৩ টার মধ্যে থাকবে এবং কর্মসূচি শেষে রাত ৮-৯টার মধ্যে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে ফিরতি যাত্রা শুরু করবে।

৫১০ আসনসংখ্যা এই বিশেষ ট্রেনের জন্য সাড়ে ৫৬ হাজার টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে জানান রেলপথ মন্ত্রণালয়।

রোববার (৩ জুলাই) রাতে রেলপথ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে অংশ নিতে আসা ছাত্র-জনতার জন্য ট্রেন ভাড়া করার বিষয়ে রোববার জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর চিঠি দেয় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়কে। এর পরিপ্রেক্ষিতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রেলপথ মন্ত্রণালয়কে চিঠি দেয়। দিনে দিনেই রেলপথ মন্ত্রণালয় আটটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করে। ট্রেনগুলোর ভাড়া মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে পরিশোধ করা হবে বলে সূত্র জানিয়েছে।

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে ৫ আগস্ট বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘জুলাই ঘোষণাপত্র’ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ঘোষণাপত্র পাঠ করতে পারেন। এই অনুষ্ঠানে রাজনৈতিক দলগুলোর নেতা-কর্মীরা উপস্থিত থাকবেন।

দেশের বিভিন্ন জেলা থেকে ৮ জোড়া ট্রেনের মাধ্যমে ছাত্র-জনতাকে ৫ আগস্ট দুপুরের মধ্যে ঢাকায় নিয়ে আসা হবে। আবার কর্মসূচি শেষে এসব ট্রেনে করে তাঁদের গন্তব্যে পৌঁছে দেওয়া হবে। ৮ জোড়া এই বিশেষ ট্রেনের জন্য প্রায় ৩০ লাখ ৪৬ হাজার টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়