২৬ জুলাই ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২০:৪০, ২৪ জুলাই ২০২৫

আপডেট: ২০:৪১, ২৪ জুলাই ২০২৫

কর ভবনের সামনে বৃক্ষরোপণ করলেন এনবিআর সদস্য

কর ভবনের সামনে বৃক্ষরোপণ করলেন এনবিআর সদস্য

নারায়ণগঞ্জ কর অঞ্চল পরিদর্শনে এসেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য (ট্যাকসেস লিগ্যাল অ্যান্ড এনফোর্সমেন্ট) ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দাপ্তরিক কার্যক্রম শেষে তিনি কর ভবনের সামনের আইল্যান্ডে একটি কাঠগোলাপ গাছ রোপণ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন এনবিআরের একটি প্রতিনিধি দল।

পরিদর্শন শেষে কর কমিশনার একটি ক্রিসমাস ট্রি এবং প্রথম সচিব একটি রঙ্গন গাছ রোপণ করেন।

প্রসঙ্গত, নারায়ণগঞ্জ কর অঞ্চলের সামনের তিনটি আইল্যান্ডকে ঘিরে গত এক বছর ধরে পরিচ্ছন্নতা ও সবুজায়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর আওতায় রোপণ করা হয়েছে কৃষ্ণচূড়া, রাধাচূড়া, সোনালু, ঝাউ, পাতাবাহার, পাম, কনকচাঁপা, আমলকি, চেরি, জারুল, গোলাপ, বেলী, মসুন্দা, বাগানবিলাসসহ অসংখ্য দেশি-বিদেশি গাছ।

সর্বশেষ

জনপ্রিয়