২৬ জুলাই ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২১:৫১, ২৫ জুলাই ২০২৫

এনসিপির উদ্দেশ্যে

আপনারাও ডাস্টবিনে নিক্ষিপ্ত হবেন : টিপু

আপনারাও ডাস্টবিনে নিক্ষিপ্ত হবেন : টিপু

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন বন্দর উপজেলার ধামগড় ইউনিয়ন বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য ফরম বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৫ জুলাই) বিকেলে ইউনিয়নের ভাংতি নয়ামাটি এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।

বক্তব্যে অ্যাড. টিপু বলেন, ‘৭১ থেকে ২০২৪ পর্যন্ত মহান মুক্তিযুদ্ধকে হাইজ্যাক করেছে কুক্ষিগত করেছে, প্রশ্নবিদ্ধ করেছেন, তেমনিভাবে বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের ছেলে-মেয়েদেও প্রতি শ্রদ্ধা ভালোবাসা রেখে বলতে চাই, আপনারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন করেছেন, কিন্তু এখন আপনারা বৈষম্য সৃষ্টি করছেন।

টিপু আরও বলেন, আওয়ামী লীগ যেরকম কুক্ষিগত করে মানুষকে জিম্মি করে তাদের দলকে ডাস্টবিনে ময়লায় নিক্ষিপ্ত করেছে, ঠিক তেমনিভাবে আপনাদেরও পতন হতে সময় লাগবে না। আপনারাও ময়লায় নিক্ষিপ্ত হবেন, ডাস্টবিনে নিক্ষিপ্ত হবেন। তাই আমি বলতে চাই আপনারা সাবধান হয়ে থাকবেন, বিএনপিকে নিয়ে সমালোচনা করবেন না। তারেক রহমানকে নিয়ে সমালোচনা করবেন না, যদি সমালোচনা করেন তাহলে আপনাদের দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে। বৈষম্যবিরোধী আন্দোলনকে আপনারা কুক্ষিগত করবেন না, পদদলিত করবেন না।

এনসিপিকে আহ্বান করে তিনি বলেন, এই বৈষমবিরোধী ছাত্র আন্দোলনে যারা রক্ত দিয়েছিল তাদের রক্তের সাথে আপনারা বেইমানি করবেন না। আপনারা এখন কেন বৈষম্য সৃষ্টি করছেন, আপনারা কেন রাজনৈতিক দল করেছেন? কেন এনসিপি খুলেছেন? যাইহোক আপনাদেরকে স্বাগতম জানাই। আপনারা রাজনীতি করবেন মাঠে খেলবেন এটাই তো স্বাভাবিক কিন্তু আপনারা কেন পুলিশ-বিডিআর-সেনাবাহিনী-প্রশাসন ব্যবহার করে রাজনৈতিক দল পরিচালনা করেন? মিছিল করেন সমাবেশ করেন?

ধামগড় ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদ খন্দকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মহসিন এবং সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন ইউসুফের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাড. সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাড. আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাড. জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক অ্যাড. সরকার হুমায়ূন কবির, যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ লিটন।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শাহিন আহমেদ, বন্দর থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান বাদল, বন্দর উপজেলা বিএনপির সদস্য মোমেন ভূঁইয়া, ধামগড় ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলমগীর হোসেন, সহ-সভাপতি কবির হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আপন, বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোহেল প্রধানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সর্বশেষ

জনপ্রিয়