২৬ জুলাই ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২০:৫৬, ২৫ জুলাই ২০২৫

বন্দরে যুবদলের সাবেক নেতাকর্মীদের মতবিনিময়

বন্দরে যুবদলের সাবেক নেতাকর্মীদের মতবিনিময়

উৎসবমুখর পরিবেশে বন্দর উপজেলা যুবদলের সাবেক নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) বিকেল ৪টায় বন্দর উপজেলার দাঁশেরগাও এলাকার সাবেক যুবদল নেতা আল মামুনের বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, সময়ে এসেছে ঐক্যবদ্ধ হওয়ার। তাই এখন থেকে সকল সাবেক যুবদল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে। আপনাদের মনে রাখতে হবে  আপনারা কোন ব্যক্তির দল করেন না, আপনারা শহীদ জিয়া ও তারেক জিয়ার দল করেন। দল যাকে মনোনয়ন দিবে বন্দর উপজেলা যুবদলের সাবেক নেতাকর্মীরা তার পক্ষে কাজ করবে। বন্দরে বিএনপির রাজনীতিকে গতিশীল করার জন্য সকলকে এক সাথে কাজ করতে হবে।

এসময় বন্দরে ৫টি ইউনিয়নে সাবেক যুবদলের নেতাকর্মীদের নিয়ে প্রতিটি ইউনিয়নে মতবিনিময় সভা করার সিদ্ধান্ত গৃহীত হয়।

বন্দর উপজেলা যুবদলের সাবেক সভাপতি মনিরুল ইসলাম মনুর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বন্দর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রিপন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বন্দর উপজেলা যুবদলের সাবেক নেতা ফরিদ হোসেন।

বন্দর উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইব্রাহিমের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মদনপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি বাবু মেম্বার, মুছাপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি রুবেল, একই কমিটির সাবেক সাধারণ সম্পাদক নূর হোসেন, মামুন, শাহাবুদ্দিন, রেহান উদ্দিন, মনির হোসেন, সামছুল হক, নূর মোহাম্মদ, মিজান, সুরুজ, বাবুল, কামাল, আলী হোসেনসহ বন্দর উপজেলা পরিষদের ৫টি ইউনিয়নের সাবেক যুবদলের নেতৃবৃন্দ।

সর্বশেষ

জনপ্রিয়