‘জান-মালের কুরবানি ও খালেস আমলের মাধ্যমেই আল্লাহর প্রিয় হতে হবে’

আল্লাহর প্রিয় বান্দা হতে হলে জান-মালের কুরবানি এবং খালেস আমলের মাধ্যমে নিজেকে গড়ে তুলতে হবে- এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর আমির মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার।
শুক্রবার (২৫ জুলাই) সকালে নারায়ণগঞ্জ মহানগরীর পূর্ব সাংগঠনিক থানার রুকন শিক্ষা শিবিরে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘দ্বীনের বিজয়ের জন্য আগে আল্লাহর প্রিয় বান্দা হতে হবে। আমরা যেমন অফিস, ব্যবসা বা চাকরির উন্নতির জন্য পেরেশানি অনুভব করি, তেমনভাবে কি আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য পেরেশানি অনুভব করি? যদি তা না করি, তবে আমাদের প্রচেষ্টায় বরকত আসবে না।’
তিনি আরও বলেন, ‘আজ থেকে দ্বীন কায়েমের পথে আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে গড়ে তুলতে হবে। কেবল নামেই দ্বীনের কর্মী হলেই হবে না, বরং আল্লাহর প্রিয় বান্দা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে।’
থানা আমির মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি হাফেজ কামরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর সাবেক আমির মাওলানা মঈনুদ্দিন আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরী নায়েবে আমির মাওলানা আব্দুল কাইয়ুম ও মহানগর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন।
এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর কর্মপরিষদ সদস্য জনাব মো. জাকির হোসেন, মো. ফরিদ উদ্দিন আহম্মদ ও থানার কর্মপরিষদ সদস্যবৃন্দ।