জুলাই শহীদদের স্মরণে ছাত্র সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নারায়ণগঞ্জের বন্দরে ‘জুলাই গণ-অভ্যুত্থান’র শহীদদের স্মরণে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।
শুক্রবার (২৫ জুলাই) বিকেল ৪টায় বন্দর কেন্দ্রীয় শহীদ মিনারে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বন্দর উপজেলা শাখার সংগঠক নাফসিন আহমেদ জিসানের সভাপতিত্বে ও সরকারি কদম রসুল কলেজ শাখার সংগঠক আহমেদ রবিন স্বপ্নের পরিচালনায় অনুষ্ঠাননে বক্তব্য রাখেন বাসদ নারায়ণগঞ্জ জেলার সদস্য সচিব আবু নাঈম খান বিপ্লব, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাবেক সহ-সভাপতি মুন্নী সরদার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারাণয়গঞ্জ জেলার আহ্বায়ক সাইফুল ইসলাম, সাধারন সম্পাদক নাসিমা সরদার প্রমুখ।
বক্তারা বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থান ছিল এ দেশের জনতার সংগ্রামের ফল। ১৫ বছরের দুঃশাসনের অবসান ঘটেছিল সেই ঐতিহাসিক অভ্যুত্থানে। দেয়ালে দেয়ালে তরুণদের আঁকা ছিল সমতার স্বপ্ন। কিন্তু সেই স্বপ্ন এখন বিবর্ণ, কারণ আজও মব সন্ত্রাস, নিপীড়ন, নারীর প্রতি সহিংসতা, সংস্কৃতির উপর হস্তক্ষেপ অব্যাহত।’
তারা আরও বলেন, ‘গত ১০ মাসে মব সন্ত্রাসে ১৭২ জন নিহত হয়েছে, নারীদের প্রতি চলছে মোরাল পুলিশিং, সাংস্কৃতিক কর্মকা-ে বাধা, সংখ্যালঘুদের উপাসনালয়ে হামলা—এসব একটি অসহিষ্ণু সমাজের চিত্র তুলে ধরে। এসবের বিরুদ্ধে রুখে দাঁড়াতে তরুণদের এগিয়ে আসতে হবে।’
বন্দর উপজেলার সামাজিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে নেতারা বলেন, ‘এ অঞ্চল দীর্ঘদিন ধরে মাদক, সন্ত্রাস, ও চাঁদাবাজির দখলে। তরুণ প্রজন্মের বিকাশে রাষ্ট্রীয় উদ্যোগ প্রয়োজন, যা এখন অনুপস্থিত। এর পরিবর্তে আরও বেশি সংস্কৃতি ও শিক্ষাভিত্তিক আয়োজন বাড়ানো দরকার।’
অবশেষে বক্তারা জুলাই শহীদদের বিচার, নারায়ণগঞ্জে একটি স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয় ও একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি জানান।