৭৩ দিন পর জামিনে মুক্তি পেলো সাংবাদিক জিসান

সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে গ্রেপ্তার নারায়ণগঞ্জের সাংবাদিক ও জুলাই অভ্যুত্থানের কর্মী জান্নাতুল ফেরদৌস জিসান ও তার বাবা মো. হানিফ জামিনে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেল সাড়ে পাঁচটার দিকে নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে বেরিয়ে আসেন তারা।
এ কারাগারের জেল সুপার ফোরকান ওয়াহিদ বলেন, “উচ্চ আদালতে জামিন আদেশ হওয়ার পর কাগজপত্র কারাগারে পৌঁছালে বিকেলে তাদের মুক্তি দেওয়া হয়।”
গত সোমবার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি এএসএম আব্দুল মবিন এবং বিচারপতি মো. যাবিদ হোসেনের বেঞ্চ জিসান ও তার বাবার জামিন আবেদন মঞ্জুর করে আদেশ দেন।
উচ্চ আদালতে আসামিপক্ষে শুনানি করেন ব্যারিস্টার জোতির্ময় বড়ুয়া।
এর আগে নারায়ণগঞ্জে নিম্ন আদালতে চারবার জিসানের জামিন আবেদন নাকচ হয় বলে এ আদালতে জিসানের পক্ষে শুনানি করা আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তারে বাধা ও হামলার অভিযোগে পুলিশের এক মামলায় ১২ মে গভীর রাতে নগরীর শহীদনগর এলাকার বাসা থেকে গ্রেপ্তার হন অনলাইন পোর্টাল ‘প্রেস নারায়ণগঞ্জ’ এর প্রতিবেদক জান্নাতুল ফেরদৌস জিসান। একই মামলায় গ্রেপ্তার করা হয় তার বাবা মো. হানিফ ও চাচা ফুড ব্লগার শওকত মিথুনকেও।
জামিন না পাওয়াতে জিসান গত ৩১ মে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতকের ভর্তি পরীক্ষাও দিয়েছেন কারাগারে।