৫৪ শহীদের স্মরণে গণসংহতির বৃক্ষরোপণ, ‘শহীদি চত্বর’ ঘোষণার দাবি

নারায়ণগঞ্জে গণঅভ্যুত্থানে নিহত ৫৪ শহীদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে গণসংহতি আন্দোলন। শুক্রবার (২৫ জুলাই) বিকাল ৩টায় নারায়ণগঞ্জ সিটি পার্কে জেলা ও মহানগর শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে শহীদ পরিবারের সদস্যরা ছাড়াও গণসংহতির নেতাকর্মীরা অংশ নেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন শহীদ সজলের পিতা হাসান মাহমুদ, শহীদ আদিলের পিতা মো. আবুল কালাম, শহীদ মাবরুর হোসেন রাব্বির পিতা আব্দুল হাই, শহীদ ইমরানের মাতা কোহিনুর আক্তার, শহীদ আরমান মোল্লার স্ত্রী সালমা আক্তার, শহীদ মহসীনের কন্যা রুনা আক্তার, শহীদ তুহীনের স্ত্রী আলেয়া আক্তার মীম, শহীদ শফিকুলের স্ত্রী তাসলিমা আক্তার, শহীদ সাইফুল হাসান দুলালের বোন মৌসুমি নাসরিন, শহীদ আহসান কবিরের পিতা মো. হুমায়ূন কবির, শহীদ স্বজনের ভাই অনিক, শহীদ মো. জনির পিতা মো. ইয়াসিন, শহীদ হযরত বিল্লালের পিতা মো. সজল।
শহীদ মাবরুর হোসেন রাব্বির পিতা আব্দুল হাই বলেন, “আজ বড় দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি। আমার সন্তান আর নেই। কিন্তু আমি গর্বিত একজন শহীদের পিতা হিসেবে। যারা আমাদের সন্তানদের হত্যা করেছে, সেই ফ্যাসিস্ট হাসিনার বিচার চাই। একইসাথে এই চত্বরে শহীদের নামে বৃক্ষরোপণ করা হয়েছে—আমরা চাই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এটিকে ‘শহীদি চত্বর’ হিসেবে ঘোষণা করুক।”
গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তরিকুল সুজন বলেন, “জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আমরা জান বাজি রেখে রাজপথে ছিলাম। অনেকে ফিরতে পেরেছি, অনেকে পারেনি। তাদের স্মরণে মাসব্যাপী কর্মসূচি পালন করা হচ্ছে। ৫৪ জন শহীদের আত্মত্যাগ ইতিহাসের অংশ।”
নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস বলেন, “শহীদের রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না। বৈষম্যহীন, মানবিক রাষ্ট্র নির্মাণে এই শহীদেরাই আমাদের পথপ্রদর্শক।”
গণসংহতি আন্দোলন মহানগর কমিটির সমন্বয়কারী বিপ্লব খান বলেন, “ফ্যাসিবাদী কাঠামো ভেঙে জনগণের অধিকারের রাষ্ট্র গঠনে আমাদের লড়াই চলছে। শহীদেরা যেভাবে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন, তেমনি আমরা পরিবেশ-প্রকৃতি রক্ষার প্রতীক হিসেবে এই বৃক্ষরোপণ করেছি।”
অন্যান্য নেতাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন—মহানগরের নির্বাহী সমন্বয়কারী পপি রাণী সরকার, জেলার যুগ্ম সমন্বয়কারী আলমগীর হোসেন আলম, প্রচার সম্পাদক শুভ দেব, দপ্তর সম্পাদক রাকিবুল হাসান দ্বিপু, কার্যকরী সদস্য আওলাদ হোসেন, ছাত্র ফেডারেশনের জেলা সভাপতি ফারহানা মানিক মুনা, প্রতিবেশ আন্দোলনের আহ্বায়ক রাইসুল রাব্বি, যুব ফেডারেশনের আহ্বায়ক সাকিব হোসেন হৃদয়, সদস্য সচিব রাকিবুল ইসলাম ইফতি প্রমুখ।