২৯ আগস্ট ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২১:৪১, ২৮ আগস্ট ২০২৫

অনুমোদনবিহীন খাদ্য উৎপাদনের দায়ে ওভেনস ফুডকে জরিমানা

অনুমোদনবিহীন খাদ্য উৎপাদনের দায়ে ওভেনস ফুডকে জরিমানা

নারায়ণগঞ্জে অনুমোদন ছাড়া খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাত করায় ‘ওভেনস ফুড’ নামের একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে শহরের নিতাইগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, বিএসটিআইয়ের নিবন্ধন ছাড়া পাউরুটি, বিস্কুট ও বাটার বান উৎপাদন করে বাজারজাত করা হচ্ছিল। এমনকি প্রতিষ্ঠানটির নিজস্ব শো-রুম থেকেও এসব পণ্য বিক্রি করা হচ্ছিল।

নারায়ণগঞ্জ জেলা সহকারি কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ নিয়াজ শিশির জানান, নিরাপদ খাদ্য আইনের আওতায় প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। তিনি আরও জানান, ভোক্তার নিরাপত্তা নিশ্চিত করতে অনুমোদনবিহীন খাদ্য উৎপাদন ও বিক্রির বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।

সর্বশেষ

জনপ্রিয়