৩১ আগস্ট ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৬:৪৬, ৩১ আগস্ট ২০২৫

সোনারগাঁয়ে স্বামী হত্যায় স্ত্রীর যাবজ্জীবন, প্রেমিকের মৃত্যুদণ্ড

সোনারগাঁয়ে স্বামী হত্যায় স্ত্রীর যাবজ্জীবন, প্রেমিকের মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দলিল লেখক মোশারফ হোসেন হত্যা মামলার রায়ে স্ত্রী শাহিনূর আক্তারকে যাবজ্জীবন কারাদণ্ড এবং পরকীয়া প্রেমিক রিপন মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

রোববার (৩১ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক আমিরুল হক এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি শাহিনূর আক্তার পলাতক ছিলেন।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) নজরুল ইসলাম মাসুম জানান, বাদী, তদন্ত কর্মকর্তা, চিকিৎসকসহ মোট ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে এ রায় দেওয়া হয়েছে।

২০২২ সালের ২৪ সেপ্টেম্বর রাতে খাবারের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে মোশারফ হোসেনকে অচেতন করে তার স্ত্রী শাহিনূর আক্তার। পরে অচেতন অবস্থায় তাকে বাথরুমে নিয়ে শাহিনূর ও পরকীয়া প্রেমিক রিপন মিয়া বৈদ্যুতিক তার গলায় পেঁচিয়ে হত্যা করেন। এ ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন তাদের ১৪ বছরের মেয়ে মীম।

পরদিন নিহতের বড় ভাই সোলায়মান ভূঁইয়া বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন। প্রায় ১৮ বছরের দাম্পত্য জীবনে মোশারফ হোসেন ও শাহিনূর আক্তারের দুই কন্যা এবং দুই যমজ ছেলে সন্তান রয়েছে।

রায় ঘোষণার পর বাদী ও নিহতের বড় ভাই সোলায়মান ভূঁইয়া সন্তোষ প্রকাশ করে বলেন, “আমার ভাইয়ের হত্যার ন্যায্য বিচার হয়েছে।”

সর্বশেষ

জনপ্রিয়