সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে যোগ দিলেন ডা. সুমাইয়া

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন ডা. সুমাইয়া ইয়াকুব। পূর্বের কর্মকর্তা ডা. শারমিন আহমেদ তিথি বদলি হয়ে যাওয়ার পর তাঁর স্থলাভিষিক্ত হন তিনি।
গাজীপুর জেলার স্থায়ী বাসিন্দা ও বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ৩৩তম ব্যাচের কর্মকর্তা ডা. সুমাইয়া ইয়াকুব এর আগে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন এ চিকিৎসক গত ২৫ আগস্ট আনুষ্ঠানিকভাবে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন।
গত ২৬ আগস্ট সকালে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি বলেন, জনগণের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া এবং হাসপাতালের চিকিৎসা সেবার মান উন্নয়নই তাঁর প্রধান লক্ষ্য। এজন্য তিনি সকল কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, সুশীল সমাজ ও উপজেলাবাসীর সহযোগিতা কামনা করেন।
ডা. সুমাইয়া ইয়াকুব আশাবাদ ব্যক্ত করে বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় সোনারগাঁও স্বাস্থ্য বিভাগের কার্যক্রম আরও এগিয়ে যাবে।