কুরআনে অগ্নিসংযোগের প্রতিবাদে মানববন্ধন

রিপাবলিকান কংগ্রেশনাল প্রার্থী ‘ভ্যালেন্টিনা গোমেজ’ কর্তৃক পবিত্র কুরআনে অগ্নিসংযোগের ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে তাহরিকে খাতমে নুবুওয়াত বাংলাদেশ।
শুক্রবার (২৯ আগস্ট) বাদ জুমা আব্বাসী মঞ্জিল জৌনপুরী দরবার শরীফের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আল্লামা মুফতি ড. মুহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী পীর সাহেব জৌনপুরী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংগঠনের যুগ্ম মহাসচিব মুফতি সাওবান সাকিব।
মানববন্ধনে বক্তব্য রাখেন মুফতি হাফেজ আ. রহিম ও মুফতি আব্দুল্লাহ আল মামুন।
সভাপতির বক্তব্যে পীর সাহেব জৌনপুরী বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্পের অনুসারী ভ্যালেন্টিনা গোমেজ প্রকাশ্যে কোরআন শরীফে অগ্নিসংযোগ করেছে, যা অত্যন্ত দুঃখজনক ও মেনে নেওয়ার মতো নয়। ইসলাম আমাদের শান্তি, ধৈর্য ও সহনশীলতার শিক্ষা দেয়। তাই আমরা কখনো প্রতিশোধমূলকভাবে বাইবেল পোড়ানোর মতো কাজে লিপ্ত হব না। তবে মুসলমানদের হৃদয়ে আঘাত দিয়ে এমন ঘৃণ্য কাজ মানবতার পরিপন্থী।”
তিনি আরও বলেন, “যুক্তরাষ্ট্র সরকার এই ঘটনাকে প্রতিহত করতে ব্যর্থ হয়েছে। অথচ তারা বিশ্বজুড়ে মানবাধিকার ও গণতন্ত্রের বুলি আওড়ায়। বাস্তবে এসব কেবল ভাওতাবাজি ছাড়া কিছু নয়। কোরআন আল্লাহর অবতীর্ণ গ্রন্থ, যা সমগ্র মানবতার মুক্তির দিশারী।”
বক্তারা যুক্তরাষ্ট্র প্রশাসনের কাছে অবিলম্বে ভ্যালেন্টিনা গোমেজকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।