সোনারগাঁয়ে দৈনিক খবরের কাগজের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দৈনিক খবরের কাগজ পত্রিকার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবে কেক কেটে উদযাপিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনারগাঁ উপজেলা প্রতিনিধি ইমরান হোসেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুস সাত্তার প্রধান। বিশেষ অতিথি ছিলেন দৈনিক ইত্তেফাকের অসিত কুমার দাস, যুগান্তর পত্রিকার আল-আমিন তুষার, নয়া দিগন্ত পত্রিকার হাসান মাহমুদ রিপন, দৈনিক মানবজমিনের আবু বকর সিদ্দিক, সমকাল পত্রিকার শাহাদাত হোসেন রতন, দেশ রূপান্তর পত্রিকার রবিউল হোসেন, বাংলাদেশ প্রতিদিনের মাজহারুল ইসলাম, দৈনিক আমাদের সময়ের মিজান রহমান, দৈনিক যায়যায়দিনের কামরুজ্জামান রানা, কালবেলা পত্রিকার রুবেল মিয়া এবং বাংলা টিভির শফিকুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মনির হোসেন, শাহিন সাকি, আকাশ মিয়া, কবির হোসেন, ডালিম হোসাইন, আরাফাত হোসেন সিফাত, তৌরভ হোসেন, রাশেদুল হাসান রাসেল, হিরুসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
অতিথিরা দৈনিক খবরের কাগজের সংবাদ পরিবেশনের মান বজায় রাখা ও ভবিষ্যতে আরও সাফল্য অর্জনের জন্য শুভকামনা জানান।