ফতুল্লায় মেয়ের বাসায় বেড়াতে এসে নিখোঁজ বৃদ্ধ, সন্ধান চায় পরিবার

নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন দক্ষিণ সস্তাপুর এলাকার ‘স্বপ্ন’ শপিং সেন্টারের সামনে থেকে মোহাম্মদ মোবারক (৬০) নামের এক বোবা ব্যক্তি রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন।
পরিবার সূত্রে জানা যায়, নিখোঁজ মোবারকের গ্রামের বাড়ি জামালপুর জেলার শরিষা এলাকায়। তিনি কিছুদিন আগে নারায়ণগঞ্জে মেয়ের বাসায় বেড়াতে এসেছিলেন। গত শুক্রবার (১০ অক্টোবর) ফজর নামাজ আদায় করতে বের হয়ে আর বাসায় ফিরে আসেননি।
নিখোঁজের সময় তার পরনে ছিল সাদা লুঙ্গি, কাঠালি রঙের পাঞ্জাবি, টুপি ও গামছা। গায়ের রঙ ফরসা এবং উচ্চতা আনুমানিক ৬ থেকে ৭ ফুট।
পরিবার জানায়, তিনি কথা বলতে পারেন না (বোবা), ফলে পরিচয় জানাতে সমস্যা হতে পারে।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, নিখোঁজের বিষয়ে ফতুল্লা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি চলছে।
যদি কোনো সহৃদয়বান ব্যক্তি তার খোঁজ পান, অনুগ্রহ করে ০১৬১৪৯৪২১৮২, ০১৭০৬১১৬৩০২ নম্বরে যোগাযোগের জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।