সোনারগাঁয়ে বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিয়ের প্রলোভনে এক নারীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার আসামি রুবেল মিয়া (৩৮) কে গ্রেফতার করেছে র্যাব-১১। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে জামালপুর জেলার সরিষাবাড়ী থানার পোগলদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব-১১ ও র্যাব-১৪ এর একটি যৌথ দল।
বুধবার দুপুরে র্যাব-১১ এর সিনিয়র এএসপি গোলাম মোর্শেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গ্রেফতারকৃত রুবেল মিয়ার বাড়ি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও পৌরসভার ষোলপাড়া গ্রামে।
র্যাব জানায়, নির্যাতিতা ওই নারীর স্বামী ২০০৮ সালে মারা যান। পরবর্তীতে ২০২২ সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে রুবেল মিয়ার সঙ্গে তার পরিচয় হয় এবং তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ সুবাদে রুবেল বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে ওই নারীর কাছ থেকে প্রায় ৫ লাখ ৫০ হাজার টাকা নেয় এবং একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করে।
ঘটনার ধারাবাহিকতায় গত ১২ অক্টোবর রাত ১১টার দিকে সোনারগাঁও থানার ষোলপাড়া এলাকায় নিজের শয়নকক্ষে ওই নারীকে জোরপূর্বক ধর্ষণ করে রুবেল মিয়া। পরে খাবার আনার কথা বলে ঘরে তালা দিয়ে পালিয়ে যায়। ১৩ অক্টোবর রাত আড়াইটার দিকে সে আবার ঘরে ফিরে ওই নারীকে ভয়ভীতি দেখায় এবং কাউকে কিছু বললে হত্যার হুমকি দেয়।
পরদিন সকালে ওই নারী চিৎকার করলে স্থানীয়রা তাকে উদ্ধার করে। এরপর রুবেল মিয়া পালিয়ে যায়। পরে ওই নারী নিজে বাদী হয়ে সোনারগাঁও থানায় মামলা দায়ের করেন।
মামলার পরপরই র্যাব গোয়েন্দা তৎপরতা জোরদার করে এবং মাত্র ২৪ ঘণ্টার মধ্যে জামালপুরের সরিষাবাড়ী এলাকা থেকে রুবেল মিয়াকে গ্রেফতার করে।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জামালপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।