৩১ জানুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ১৯:৩৬, ৩১ জানুয়ারি ২০২৬

সিদ্ধিরগঞ্জে মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার ১১

সিদ্ধিরগঞ্জে মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার ১১

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে মাদক বিক্রির নগদ টাকা ও বিভিন্ন ধরনের মাদকসহ ৭ মাদকব্যবসায়ী এবং ৪ জন চোরকে গ্রেপ্তার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাত সোয়া ৮টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন বিহারী ক্যাম্প ও মিজমিজি কান্দাপাড়া এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, অভিযানে গ্রেপ্তারকৃত মাদকব্যবসায়ীদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ৩৯ হাজার টাকা, ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৪০ পুরিয়া হেরোইন ও ৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত মাদকব্যবসায়ীরা হলেন চাঁদপুর জেলার মতলব উত্তর থানার নাঁচ ছেঙ্গারচর এলাকার মিজানুর রহমানের ছেলে মো. সাইফুল ইসলাম (৩০), লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার কাঞ্চনপুর এলাকার এরশাদ হোসেনের ছেলে আব্দুল রাজি (২৭), ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার ধামাকান্দি চক বাজার এলাকার মো. বাছিরের ছেলে মো. হিরণ (২৫), সিদ্ধিরগঞ্জ থানার শিমুলপাড়া বিহারী ক্যাম্প এলাকার বোরহান উদ্দিনের ছেলে শ্যামল (২৭), একই এলাকার মৃত হারুন অর রশিদের ছেলে শিপন মিয়া (৩৮), মো. নাদিমের ছেলে মো. রাহাত (২০) এবং শিমুলপাড়া বিহারী ক্যাম্প এলাকার বাসিন্দা আ. রহিমের স্ত্রী মোসা. নাজনীন (৩৫)।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। তাদের অনেকের বিরুদ্ধে পূর্বেও মাদক সংক্রান্ত মামলা রয়েছে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল বারিক বলেন, “মাদক কারবারিদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।”

অন্যদিকে, একই দিনে সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি এলাকার তালতলা শাহী মসজিদের সামনে চুরির সময় ৪ জন চোরকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত চোররা হলেন সিদ্ধিরগঞ্জ থানার পূর্ব বরালী এলাকার আলমগীরের ছেলে ইয়াসিন (১৮), শরীয়তপুর জেলার জাজিরা থানার হাজী তাহের মাদবরকান্দি এলাকার মাতাহার সরদারের ছেলে মো. মাফুজ (১৮), মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার কবুতরখোলা এলাকার শেখের ছেলে মো. সাকিবুল হাসান (১৬), এবং লক্ষ্মীপুর জেলার রামগতি থানার গুচ্ছগ্রাম এলাকার আকবর হোসেনের ছেলে আসাদুল ইসলাম শান্ত (১৮)।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত চোরদের বিরুদ্ধে চুরি মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়