১২ তারিখ একটি বিপ্লব হবে: কাসেমী
নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি জোটের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী নির্বাচিত হলে বক্তাবলী ও আলীরটেকে দুইটি সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন।
শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় বক্তাবলি ইউনিয়নের লক্ষীনগর মাদরাসা মাঠে প্রধান বক্তার বক্তব্যে তিনি বলেন, “ওয়াদা রইলো, খেজুর গাছ যদি বিজয়ী হতে পারে, তাহলে আগামী ৫ বছরের মধ্যে বক্তাবলী ও আলীরটেকে সেতু নির্মাণ করা হবে। পাশাপাশি এই দ্বীপ অঞ্চলে গ্যাসের ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ।”
মনির কাসেমী বলেন, “২০২৪ সালে যখন আমার ছাত্র ভাইয়েরা জেগে উঠেছিল এবং তাদের সঙ্গে যখন হেফাজতে ইসলাম, বিএনপিসহ সবাই ‘হেইয়া’ বলে ছিল। ওই ‘হেইয়া’ বলা আন্দোলনের মাত্র ৩৬ দিনেই ওই শয়তানের প্রেতাত্মা হাসিনাকে তার দিল্লিতে পাঠিয়ে দিয়েছি। এখনও সেই শয়তানের প্রেতাত্মার দোসরদের কেউ কেউ প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে আছে।”
তিনি আরও বলেন, “বর্তমান সরকারের মধ্যেও অনেকে কলকাঠি নাড়ছে, বিএনপি জোট যেন ক্ষমতায় আসতে না পারে। ১২ তারিখ একটি বিপ্লব হবে। ওই বিপ্লবে কোনো মারামারি ও হাতাহাতি নেই, আছে শুধু মার্কা আর ভোট দেওয়া। সেদিন ব্যালট বিপ্লবের মাধ্যমে আমরা ওই যে শয়তানের প্রেতাত্মারা ঘাপটি মেরে আছে, তাদের দেশ ও প্রশাসন থেকে উৎখাত করে ছাড়বো ইনশাআল্লাহ।”
এজন্য ১২ তারিখ সারাদেশে খেজুর গাছ ও ধানের শীষকে বিপুল ভোটের মাধ্যমে নির্বাচিত করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ খেজুর গাছ মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।
সভায় উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপি সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি প্রমুখ।





































