০১ ফেব্রুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২২:৫৯, ৩১ জানুয়ারি ২০২৬

নিরাপদ-সন্ত্রাসমুক্ত ফতুল্লা গড়ে তোলার অঙ্গীকার ইকবালের

নিরাপদ-সন্ত্রাসমুক্ত ফতুল্লা গড়ে তোলার অঙ্গীকার ইকবালের

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনে ‘কাস্তে’ প্রতীকের প্রার্থী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নেতা ইকবাল হোসেন নিরাপদ ও সন্ত্রাসমুক্ত ফতুল্লা গড়ে তোলার অঙ্গীকার করে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেছেন।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ফতুল্লার দেলপাড়া, পাগলা শাহী বাজার ও রসুলপুর এলাকায় গণসংযোগ ও একাধিক পথসভায় অংশ নেন তিনি। এসময় কাস্তে প্রতীকে ভোট চেয়ে ব্যাপক নির্বাচনী প্রচারণা চালানো হয়।

গণসংযোগ ও পথসভায় ইকবাল হোসেন বলেন, “আমি ফতুল্লা এলাকার আপনাদেরই সন্তান। এখানকার মানুষের সমস্যা আমি খুব ভালোভাবেই জানি। ডিএনডিবাসীর প্রধান সমস্যা জলাবদ্ধতা। বর্ষা মৌসুমে তিন থেকে চার মাস পানিবন্দি হয়ে মানুষকে দুর্বিষহ জীবন যাপন করতে হয়। কিন্তু যারা আগে ভোট নিয়ে সংসদ সদস্য হয়েছিল, তারা এই সমস্যার স্থায়ী সমাধানে কোনো উদ্যোগ নেয়নি।”

তিনি অভিযোগ করে বলেন, “পূর্ববর্তী প্রতিনিধিরা জনস্বার্থে কাজ না করে সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক কারবারি ও লুটপাটকারীদের লালন-পালন করেছে। সন্ত্রাস কায়েম করে মানুষের অধিকার, সম্পদ এবং কথা বলার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। মানুষকে সবসময় ভয়ের মধ্যে থাকতে হয়েছে।”

ইকবাল হোসেন আরও বলেন, “২৪-এর গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে পরিবর্তনের হাওয়া বইছে। এখন সময় সন্ত্রাসী, চাঁদাবাজ ও লুটেরা রাজনীতির বিপরীতে নীতিনিষ্ঠ রাজনৈতিক বিকল্প শক্তি গড়ে তোলার। যারা মিষ্টি কথার ফাঁদে ফেলে মানুষের সম্পদ ও অধিকার কেড়ে নেয়, তাদের আর বিশ্বাস করবেন না। এদেশের কৃষক-শ্রমিক ও গরিব মানুষের দল কমিউনিস্ট পার্টির পাশে থাকুন।”

তিনি বলেন, “আমি প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমে নিরাপদ ফতুল্লা গড়ে দেখাতে চাই। নারীর সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত এলাকা গড়ে তোলা এবং শোষণ-বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠাই আমার লক্ষ্য। নিরাপদ ফতুল্লা গড়তে আপনারা আমার পাশে থাকুন।”

নির্বাচনী প্রচারণায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক এম এ শাহীন, ফতুল্লা থানা কমিটির সভাপতি রনজিত কুমার দাস, থানা কমিটির সদস্য নুরুল ইসলাম, শ্রমিক নেতা গাজী নুর আলম, তোফাজ্জল হোসেনসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকরা।

শেষে কাস্তে প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার আহ্বান জানিয়ে ইকবাল হোসেন বলেন, জনগণের সেবায় তিনি সর্বদা নিয়োজিত থাকবেন।

সর্বশেষ

জনপ্রিয়