৩১ জানুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:৩৮, ৩১ জানুয়ারি ২০২৬

বন্দরে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচারণা

বন্দরে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচারণা

নারায়ণগঞ্জের বন্দর থানাভিত্তিক অরাজনৈতিক সামাজিক সংগঠন ভয়েস অব বন্দর আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচারণা চালাচ্ছে।

ভয়েস অব বন্দর ও বৈষম্যবিরোধী ছাত্র জনতার উদ্যোগে শুক্রবার (৩০ জানুয়ারি) বন্দর এলাকায় গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে একটি প্রচারণা কর্মসূচি পালন করা হয়। এ সময় সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করা হয় এবং গণভোটের গুরুত্ব তুলে ধরে মতবিনিময় করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সাবেক সদস্যসচিব হৃদয় ভুঁইয়া, ভয়েস অব বন্দর-এর সহসভাপতি মেহেদী হাসান মুন্নাসহ উভয় সংগঠনের অন্যান্য সদস্যরা।

আয়োজকরা জানান, গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের প্রচারণা ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

সর্বশেষ

জনপ্রিয়