জবাবদিহিমূলক নেতৃত্ব প্রতিষ্ঠায় কাজ করতে চাই: আল আমিন
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৪ আসনে জামায়াত-এনসিপি জোটের প্রার্থী অ্যাডভোকেট আবদুল্লাহ আল আমিনের গণসংযোগে সাধারণ ভোটার ও স্থানীয় বাসিন্দাদের ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে।
শনিবার (৩১ জানুয়ারি) দিনব্যাপী ফতুল্লার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড এবং এনায়েতনগর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে ভোটার, সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং এলাকার সমস্যা ও প্রত্যাশা তুলে ধরেন।
গণসংযোগে ভোটাররা জলাবদ্ধতা, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, রাস্তাঘাটের অবস্থা এবং নাগরিক সুবিধার অভাবসহ নানাবিধ সমস্যা তুলে ধরেন। এই বিষয়ে ১১ দলীয় জোটের প্রার্থী আল আমিন তাদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন। ভোটারদের মধ্যে ইতোমধ্যেই তার প্রতি দৃঢ় আস্থা তৈরি হয়েছে।
আল আমিন একাধিক পথসভায় বলেন, “এই অঞ্চলের সমস্যা সমাধান এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় জবাবদিহিমূলক নেতৃত্ব প্রতিষ্ঠায় আমি কাজ করতে চাই। এ ক্ষেত্রে আমি সকলের দোয়া চাই। ইতোমধ্যেই শাপলা কলির পক্ষে মানুষের আস্থা তৈরি হয়েছে। তারা পরিবর্তন চায়। জুলাইয়ে জনগণ যে পরিবর্তনের জন্য লড়াই করেছে, এবার সেই পরিবর্তন বাস্তবায়নের জন্য ব্যালট বিপ্লবের জন্য প্রস্তুত।”
গণসংযোগে উপস্থিত ছিলেন জামায়াত, এনসিপি, খেলাফত মজলিসসহ ১১ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী। সমগ্র দিনব্যাপী কার্যক্রমে ভোটারদের মধ্যে প্রার্থীর প্রতি ইতিবাচক প্রতিক্রিয়া এবং সমর্থন চোখে পড়ার মতো ছিল।





































