৩১ জানুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২১:২১, ৩১ জানুয়ারি ২০২৬

দাবি নিয়ে যেতে হবে না, আমরাই আসবো: মুফতি ইসমাঈল সিরাজী

দাবি নিয়ে যেতে হবে না, আমরাই আসবো: মুফতি ইসমাঈল সিরাজী

নারায়ণগঞ্জের আলীরটেক ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মুফতি ইসমাঈল সিরাজী বলেছেন, “মানুষকে আর দাবি নিয়ে আমাদের কাছে যেতে হবে না, আমরাই জনগণের দুয়ারে দুয়ারে পৌঁছে যাবো।”

শনিবার (৩১ জানুয়ারি) আলীরটেক ইউনিয়নে আয়োজিত নির্বাচনী গণসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন।

মুফতি ইসমাঈল সিরাজী বলেন, “আমরা গণমানুষের সেবক হতে চাই। মানুষের খেদমতেই আমাদের রাজনীতি। আপনারা ভাববেন না যে আপনাদের আমাদের কাছে যেতে হবে বা বারবার ঘুরতে হবে—এই দায়িত্ব আমরা নিজেরাই নিবো।”

তিনি বলেন, “বিগত দিনে যারা ক্ষমতায় ছিল, তারা ক্ষমতায় যাওয়ার পর নিজেদের বড় ভাই ভাবতো। সাধারণ মানুষের সঙ্গে আর মিশতে চাইতো না। ক্ষমতায় আসার আগে অনেক আশ্বাস দিলেও পরে সেসব প্রতিশ্রুতি ভুলে যেত।”

তিনি আরও বলেন, “এই রাজনীতির পরিবর্তন দরকার। তাই আমরা বলছি—দাবি নিয়ে যেতে হবে না, আমরাই আপনাদের কাছে আসবো। জনগণের সমস্যা জনগণের জায়গাতেই সমাধানের চেষ্টা করা হবে।”

গণসংযোগ ও পথসভায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং হাতপাখা প্রতীকের প্রতি সমর্থন জানান।

সর্বশেষ

জনপ্রিয়