০১ ফেব্রুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২৩:০৪, ৩১ জানুয়ারি ২০২৬

‘সুষ্ঠু নির্বাচনের জন্য জনগণ দীর্ঘদিন ধরে সংগ্রাম করে আসছে’

‘সুষ্ঠু নির্বাচনের জন্য জনগণ দীর্ঘদিন ধরে সংগ্রাম করে আসছে’

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) মনোনীত সংসদ সদস্য প্রার্থী সেলিম মাহমুদ নীতিনির্ভর রাজনীতি ও গণমানুষের অধিকার আদায়ের আহ্বান জানিয়ে গণসংযোগ করেছেন।

শনিবার (৩১ জানুয়ারি) তিনি পিটালি পোল, হাজীগঞ্জ, তল্লা চেয়ারম্যান বাড়ি, ছোট মসজিদ ও বড় মসজিদ এলাকায় ধারাবাহিকভাবে গণসংযোগ করেন। এসময় তিনি ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং বাসদের রাজনৈতিক অবস্থান ও লক্ষ্য তুলে ধরেন।

গণসংযোগে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এম এ মিল্টন, সদস্য সচিব নাসিম হাসান, জেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব এস এম কাদির, ফতুল্লা বাসদের নেতা জামাল হোসেন, ছাত্র ফ্রন্টের নেতা আহাম্মেদ রবিন স্বপ্ন, জিহাদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

গণসংযোগকালে সেলিম মাহমুদ বলেন, “ভোটের লড়াই হোক নীতির লড়াই—গণমানুষের অধিকার আদায়ের লড়াই। একটি অবাধ, সুষ্ঠু ও গণতান্ত্রিক নির্বাচনের জন্য জনগণ দীর্ঘদিন ধরে যে সংগ্রাম করে আসছে, আমি সেই সংগ্রামের একজন সহযোদ্ধা।”

তিনি বলেন, “নির্বাচন গণতান্ত্রিক ব্যবস্থার একটি অপরিহার্য অংশ। কিন্তু বাস্তবতা হলো—কালো টাকা, পেশিশক্তি, প্রশাসন ও পুলিশের অপব্যবহার এবং ধর্মের রাজনৈতিক ব্যবহার নির্বাচন ব্যবস্থাকে বারবার প্রশ্নবিদ্ধ করছে।”

বাসদ প্রার্থী আরও বলেন, “একটি প্রকৃত গণতান্ত্রিক সমাজ নির্মাণ করতে হলে এসব অপশক্তিমুক্ত অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সমাজের সকল স্তরে জবাবদিহি প্রতিষ্ঠা করতে হবে। এটিই আজ সাধারণ মানুষের অন্যতম প্রধান দাবি।”

তিনি ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নীতিনিষ্ঠ ও বিকল্প রাজনৈতিক ধারাকে শক্তিশালী করতে সবাইকে সচেতনভাবে এগিয়ে আসতে হবে।

সর্বশেষ

জনপ্রিয়