৩১ জানুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২১:৪৭, ৩১ জানুয়ারি ২০২৬

কাজী নজরুল ইসলাম পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে শিক্ষা উপকরণ বিতরণ

কাজী নজরুল ইসলাম পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে শিক্ষা উপকরণ বিতরণ

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বন্দর উপজেলার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম পাঠাগার তার ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিক্ষা উপকরণ বিতরণী অনুষ্ঠান আয়োজন করেছে।

শনিবার (৩১ জানুয়ারি) সকাল ১১টায় বালিয়াস্থ পাঠাগারে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগর ভাবনার জেলা আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, অ্যাডভোকেট দুলাল হোসেন, অ্যাডভোকেট মাজেদুল হক রাজন, লেখক ও সমাজ অনুশীলন কেন্দ্রের সংগঠক ওমর ফারুক, স্কুল শিক্ষিকা ফাল্গুনী রাখি, প্রগতি লেখক সংঘের সংগঠক দিপঙ্কর দে, বীর মুক্তিযোদ্ধা মো. মুক্তার হোসেন, সমাজসেবক আকরামুল আলম ও মো. কুরবানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “তথ্যপ্রযুক্তির যুগে তরুণ প্রজন্মকে বইমুখী করে তোলা অত্যন্ত জরুরি। পাঠাগারভিত্তিক এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানের সঞ্চালনা করেন পাঠাগারের পরিচালক মুন্নি সরদার। উপস্থিত ছিলেন পাঠাগারের আহ্বায়ক ফাতেমা আক্তার মুক্তা, উপদেষ্টা নিলুফা আক্তার, সদস্য আকরাম হোসেন, রায়হান শরীফ, শরিফুল ইসলাম, জয়নুর রমিজা, পলাশ মাহবুবসহ শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকরা।

সর্বশেষ

জনপ্রিয়