২৭ অক্টোবর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:৪২, ২৬ অক্টোবর ২০২৫

‘সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ’ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

‘সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ’ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

 ‘কোনও মাত্রাই নিরাপদ নয়, সিসা দূষণ বন্ধে কাজ করার এখনই সময়’— এ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ-২০২৫ উপলক্ষে ইয়ুথ লীড গ্লোবাল, ইয়ুথনেট গ্লোবাল ও পিওর আর্থ বাংলাদেশ যৌথভাবে নারায়ণগঞ্জে র‍্যালি, মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করে। কর্মসূচিটি বাস্তবায়নে সহযোগিতা করে ইউনিসেফ।

রবিবার (২৬ অক্টোবর) সকাল ১১টায় ধনকুন্ডা পপুলার হাই স্কুলের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মানববন্ধনের মধ্য দিয়ে দুপুর ১২টায় শেষ হয়। অংশগ্রহণকারীদের হাতে ছিল সিসা দূষণ প্রতিরোধে সচেতনতামূলক ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড এবং মুখরিত ছিল “সিসা দূষণ বন্ধ হলে, বাড়বে শিশু বুদ্ধি-বলে”সহ বিভিন্ন স্লোগানে।

র‍্যালিতে প্রায় ৪০ জন অংশ নেন। তাঁদের মধ্যে ছিলেন ইয়ুথ লীড গ্লোবাল ও ইয়ুথনেট গ্লোবালের স্বেচ্ছাসেবী, পিওর আর্থ বাংলাদেশ ও ইউনিসেফের প্রতিনিধি, শিক্ষক, বিভিন্ন যুব ও সুশীল সমাজ সংগঠনের সদস্য, স্থানীয় এনজিও প্রতিনিধি, পরিবেশ অধিদপ্তরসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, পরিবেশ অধিকারকর্মী, সমাজকর্মী ও গণমাধ্যমকর্মীসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সিসা দূষণ রোধে গণসচেতনতা বৃদ্ধি ও সরকারের নীতিনির্ধারকদের কঠোর ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বানই ছিল এ কর্মসূচির মূল লক্ষ্য। এসময় অংশগ্রহণকারীদের মধ্যে সিসা দূষণবিষয়ক লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়।

পিওর আর্থ বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মিতালী দাশ বলেন, “আমাদের পরিবেশের সব উপাদান— মাটি, পানি, বায়ু সিসা দ্বারা দূষিত হচ্ছে। এই দূষণ বন্ধে গণসচেতনতা সৃষ্টি, সক্ষমতা বৃদ্ধি, ভোক্তাপণ্যে সিসার মান নির্ধারণ, অবৈধ সিসা-অ্যাসিড ব্যাটারি রিসাইক্লিং কারখানা প্রতিরোধ এবং কঠোর মনিটরিং ও আইন প্রয়োগের বিকল্প নেই।”

ইয়ুথনেট গ্লোবালের নির্বাহী সমন্বয়ক সোহানুর রহমান বলেন, “সিসা দূষণ শিশুদের জন্য অত্যন্ত ক্ষতিকর হলেও এটি প্রতিরোধ করা সম্ভব। প্রতিটি শিশুরই নিরাপদ ও দূষণমুক্ত পরিবেশে বেড়ে ওঠার অধিকার রয়েছে। যুব সমাজের সম্পৃক্ততার মাধ্যমে সচেতনতা বাড়ানো ও কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে আমরা শিশুদের জন্য সিসামুক্ত ভবিষ্যৎ নিশ্চিত করতে পারি।”

ইয়ুথ লীড গ্লোবালের ফাউন্ডার প্রেসিডেন্ট ও কর্মসূচির সভাপতি রাকিবুল ইসলাম ইফতি বলেন, “সিসা দূষণ রোধে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। ক্ষতিকর অবৈধ সিসা ফ্যাক্টরি বন্ধে প্রশাসনের অভিযান পরিচালনার দাবি জানাই।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনকুন্ডা পপুলার হাই স্কুলের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন। তিনি বলেন, “সিসা দূষণ প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে শিক্ষার্থীদের সচেতন ভূমিকা রাখা জরুরি।”

এসময় উপস্থিত ছিলেন— নিরাপদ সড়ক আন্দোলন নারায়ণগঞ্জ জেলা সভাপতি গাজী রাকিবুল ইসলাম হিমেল, দৈনিক বজ্রধ্বনি নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি ইসমাইল হোসেন রাফি, ইয়ুথ লীড গ্লোবালের হেড অফ কমিউনিকেশন মো. রাকিবুল হাসান, প্রোগ্রাম ম্যানেজার জিয়াসমিন আক্তার রিভা, প্রোগ্রাম অ্যাসোসিয়েট স্নেহা রানী দাস, স্বেচ্ছাসেবক শফিকুল ইসলাম, মো. আরমান গাজী, সাকিব হাসান, রোহনী দাস, আব্দুর রহমান সাজিদ, কনিকা আক্তারসহ অনেকে।

সর্বশেষ

জনপ্রিয়