সিদ্ধিরগঞ্জে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শাহ আলম ওরফে পাপ্পু (৩০)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২ আগস্ট) গভীর রাতে সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতানপাড়া এলাকার একটি বিল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রোববার (৩ আগস্ট) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম। গ্রেপ্তারকৃত শাহ আলম মিজমিজি বাতানপাড়া এলাকার মো. আফজাল হোসেনের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, সৌদি প্রবাসী জাকির হোসেনের নির্মাণাধীন ভবনের কেয়ারটেকার সিরাজুল ইসলামকে চাঁদা দাবির জেরে পিটিয়ে হত্যা করে এলাকার চিহ্নিত সন্ত্রাসী শাহ আলম ওরফে পাপ্পু ও তার ভাই শুক্কুর।
এ ঘটনায় নিহতের ছেলে মো. জাকারিয়া কনক বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে গত ৩১ জুলাই নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক মো. মোমিনুল ইসলাম এই মামলার রায় ঘোষণা করেন। রায়ে দুই ভাই শাহ আলম ও শুক্কুরকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহীনুর আলম জানান, সাজাপ্রাপ্ত আসামি শাহ আলমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক অপর আসামি শুক্কুরকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।