০৩ আগস্ট ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৪৭, ২ আগস্ট ২০২৫

আপডেট: ২১:৪৬, ২ আগস্ট ২০২৫

তৃতীয় শীতলক্ষ্যা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু

তৃতীয় শীতলক্ষ্যা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু

নারায়ণগঞ্জের বন্দরে তৃতীয় শীতলক্ষ্যা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় তাওহিদ ইসলাম বিজয় (১৮) নামে এক ডিপ্লোমা শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত বিজয় রাজধানীর ধানমন্ডির ড্যাফোডিল টেকনিক্যাল ইনস্টিটিউটের ছাত্র এবং নারায়ণগঞ্জের ফতুল্লা থানার মাসদাইর এলাকার জহিরুল ইসলামের ছেলে।

শনিবার (২ আগস্ট) সন্ধ্যা সাতটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বন্ধু সাইদুর জানান, বিকেল সাড়ে চারটার দিকে তাওহিদ মোটরসাইকেল চালিয়ে ঘুরতে বের হন। তৃতীয় শীতলক্ষ্যা সেতুর উপর গিয়ে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ের সঙ্গে ধাক্কা খান। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সর্বশেষ

জনপ্রিয়