১২ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:৪৭, ১১ ডিসেম্বর ২০২৫

মানুষের মনের জোর অনেক শক্তিশালী: খোকন

মানুষের মনের জোর অনেক শক্তিশালী: খোকন

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন বলেছেন, “মানুষের আত্মা এবং মানুষের শরীর দুইটা আলাদা জিনিস। আমরা এই পৃথিবীতে কেউ ছিলাম না, এখন কেউ আছি, আবার এই পৃথিবীতে কেউই থাকবো না।”

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে রূপগঞ্জে প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।

তিনি আরও বলেন, “আমাদের আত্মাকে কেউ চেষ্টা করে ছুরি দিয়ে কাটতে পারবে না। কোনো ঝড় এটিকে যেমন উড়িয়ে নিতে পারবে না, একইভাবে সমুদ্রের স্রোতে ভাসিয়ে নিয়ে যেতে পারবে না। যদি আগুন জ্বালান তাহলে শরীর জ্বলবে, আত্মা জ্বলবে না। তাহলে আমার বলতে পারি, আমাদের আত্মা, মনের জোর অনেক শক্তিশালী।”

গোলাম ফারুক খোকন বলেন, “এই মনের জোরে অনেক বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি কিংবা প্রতিবন্ধী শিশু বিভিন্ন কিছু করে জয় করে নিয়েছে। খেলাধুলা থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে প্রতিবন্ধী শিশুরা এখন কৃতিত্বের স্বাক্ষর রাখছে।”
 

সর্বশেষ

জনপ্রিয়