১৯ নভেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:১৩, ১৮ নভেম্বর ২০২৫

২০ মামলার আসামি সন্ত্রাসী ‘গুই রাকিব’ আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার

২০ মামলার আসামি সন্ত্রাসী ‘গুই রাকিব’ আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে গুলির ঘটনায় জড়িত সন্ত্রাসী ও ২০ মামলার আসামি রাকিব ওরফে গুই রাকিবকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১১)। শনিবার ভোরে রূপগঞ্জের মাছিমপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‍্যাব জানায়, গত ১৮ অক্টোবর দুপুরে রূপগঞ্জের তারাবো পৌরসভার কর্ণগোপ এলাকায় চাঁদার টাকা না দেওয়ায় খাবার হোটেল ব্যবসায়ী লোকমান হোসেনকে (৩০) গুলি করে রাকিবের নেতৃত্বাধীন সন্ত্রাসী বাহিনী। এর আগে তারা লোকমানের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। বাধ্য হয়ে তিনি ১ লাখ টাকা দিলেও পরে বাকি ৪ লাখ টাকার জন্য চাপ অব্যাহত থাকে।

ঘটনার দিন মোটরসাইকেলে করে এসে রাকিব ও তার সহযোগীরা ব্যবসায়ীর কাছে টাকা দাবি করে। অপারগতা প্রকাশ করলে তাকে লক্ষ্য করে গুলি চালায় সন্ত্রাসীরা। একটি গুলি লোকমানের ডান পায়ে লাগে। পরে আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়। আহত লোকমানকে ঢাকা মেডিক্যালে ভর্তি করা হয়।

এ ঘটনার পর র‍্যাব অভিযানে নেমে ১৮ নভেম্বর ভোরে মাছিমপুর গ্রামে অভিযুক্ত রাকিবের বাড়িতে অভিযান চালায়। সেখানে থেকে একটি একনলা বন্দুক, ৮ রাউন্ড গুলি ও ৯ রাউন্ড কার্তুজসহ রাকিবকে গ্রেফতার করা হয়। সে ওই এলাকার মো. সামছুল হকের ছেলে। 

র‍্যাব জানায়, গুই রাকিবের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি ও হত্যা মামলাসহ অন্তত ২০টি মামলা রয়েছে। গ্রেফতারের পর তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে রূপগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়