১৮ নভেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৭:২৩, ১৭ নভেম্বর ২০২৫

রূপগঞ্জে ককটেল বিস্ফোরণের ঘটনায় যুবলীগ নেতা আটক

রূপগঞ্জে ককটেল বিস্ফোরণের ঘটনায় যুবলীগ নেতা আটক

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ককটেল বিস্ফোরণের ঘটনায় তারেক মিয়া (২৬) নামের এক যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ। রবিবার (১৬ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার পূর্বাচল উপশহর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন সফল করতে রবিবার রাতে পূর্বাচল উপশহরের ৩০০ ফিট এলাকায় একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে রাতেই অভিযান চালিয়ে যুবলীগ নেতা তারেক মিয়াকে আটক করা হয়েছে। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

সর্বশেষ

জনপ্রিয়