৩০ অক্টোবর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৪:৩১, ৩০ অক্টোবর ২০২৫

আপডেট: ২০:২৭, ৩০ অক্টোবর ২০২৫

রূপগঞ্জে ব্যবসায়ীকে গুলির ঘটনায় যুবদল নেতা অস্ত্রসহ গ্রেপ্তার

রূপগঞ্জে ব্যবসায়ীকে গুলির ঘটনায় যুবদল নেতা অস্ত্রসহ গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে গুলির ঘটনায় আলোচিত যুবদল নেতা শফিকুল ইসলাম শফিককে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ভোর ৪টা ২০ মিনিটে রাজধানীর সবুজবাগ থানাধীন মাদারটেক এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি বিদেশি রিভলবার ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

গ্রেপ্তার শফিকুল ইসলাম শফিক (৩৬) নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কর্ণগোপ এলাকার বাসিন্দা। তিনি তারাবো পৌর যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।

র‍্যাব জানায়, শফিকুলের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রমসহ অন্তত ছয়টি মামলা রয়েছে।

র‍্যাবের ভাষ্য অনুযায়ী, গত ১৮ অক্টোবর দুপুরে রূপগঞ্জের তারাবো পৌরসভার কর্ণগোপ এলাকায় ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় স্থানীয় ব্যবসায়ী লোকমান হোসেনকে গুলি করে শফিক ও তার সহযোগীরা। গুরুতর আহত লোকমানকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি ওই এলাকায় একটি খাবারের হোটেল পরিচালনা করতেন।

ঘটনার কয়েকদিন আগে শফিক ও তার দল লোকমানের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। না দিলে ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকি দেন। একপর্যায়ে লোকমান ১ লাখ টাকা দেন। পরে ১৮ অক্টোবর শফিক মোটরসাইকেলযোগে দলবল নিয়ে এলাকায় এসে বাকি ৪ লাখ টাকার দাবি করেন। লোকমান টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা গুলি ছোড়ে, যা তার ডান পায়ে লাগে।

স্থানীয়রা এগিয়ে এলে শফিক ও তার সহযোগীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।

র‍্যাব-১১ কম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক বলেন, “ঘটনাটি স্থানীয়ভাবে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। র‍্যাব-১১ বিষয়টি তদন্তের দায়িত্ব নিয়ে গোয়েন্দা নজরদারি শুরু করে। পরে সবুজবাগ এলাকা থেকে অস্ত্রসহ শফিককে গ্রেপ্তার করা হয়।”

গ্রেপ্তারের পর তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ডিএমপির সবুজবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়