০৪ আগস্ট ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:০০, ২ আগস্ট ২০২৫

চাঁদা না পেয়ে সাবেক ছাত্রদল নেতার গুলি, আতঙ্কে ভুক্তভোগী পরিবার

চাঁদা না পেয়ে সাবেক ছাত্রদল নেতার গুলি, আতঙ্কে ভুক্তভোগী পরিবার

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ‘চাঁদা না দেওয়ায়’ সাবেক ছাত্রদল নেতার গুলিতে আহত বৃদ্ধ সামছুদ্দোহা ভূঁইয়া জানিয়েছেন, অভিযুক্তরা এখনও গ্রেপ্তার না হওয়ায় তিনি এবং তার পরিবারের সদস্যরা আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছেন।

শনিবার (২ আগস্ট) সকাল সাড়ে ১১টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ৬৭ বছর বয়সী ওই বৃদ্ধ। এ সময় তার পরিবারের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

সামছুদ্দোহা বলেন, গত ২৮ জুলাই সন্ধ্যায় রূপসী কর্ণগোপ এলাকায় জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম শফিক ও তার ভাগ্নে রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ সংগঠন) সাংগঠনিক সম্পাদক সাকিব চৌধুরী তাদের সন্ত্রাসী বাহিনী নিয়ে সামছুদ্দোহাকে মারধর করে। সাবেক ছাত্রদল নেতা শফিক তার আগ্নেয়াস্ত্র দিয়ে ওই বৃদ্ধের পায়ে একটি গুলিও করেন।

এ ঘটনায় ২৯ জুলাই ভুক্তভোগীর ছেলে বিএম নাসিম রূপগঞ্জ থানায় একটি মামলা করেন। ওই মামলায় শফিক, তার ভাগ্নে সাকিবসহ ১০ জনের নাম উল্লেখ করে একটি মামলা করেন। এখন পর্যন্ত অভিযুক্ত শফিক বা তার সহযোগীদের কেউ গ্রেপ্তার না হওয়ায় তাদের সন্ত্রাসী বাহিনী অনবরত হুমকি-ধমকি দিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেন এ মামলার বাদী নাসিমের।

সংবাদ সম্মেলনে আহত সামছুদ্দোহা বলেন, “আমার স্থায়ী ঠিকানা রূপগঞ্জের কর্ণগোপ গ্রামে। সন্তানদের লেখাপড়ার সুবিধার্থে দীর্ঘদিন ধরে আমি নারায়ণগঞ্জ শহরে বসবাস করছি। আমার এক কন্যার স্বামী বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত কিন্তু পরিবারের কেউ রাজনীতির সঙ্গে জড়িত না।”

“আমার পৈতৃক জমিতে কয়েকটি টিনসেড ঘর নির্মাণ করে ভাড়া দিয়েছি। পাশাপাশি নারায়ণগঞ্জ শহরের নিজস্ব বাসায় কিছু ফ্ল্যাটও ভাড়া দিয়ে থাকি। আমি শফিকুল ইসলাম শফিককে ব্যক্তিগতভাবে চিনতাম না। আওয়ামী লীগ সরকার পতনের পর এলাকায় চুরি-ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় আমার ভাড়াটিয়ারা আতঙ্কিত হয়ে পড়ে। পরে একদিন রাতে শফিকুল ও তার লোকজন এলাকায় ডাকাতির উদ্দেশে গেলে এলাকাবাসী তাদের ধাওয়া দেয়। শফিককে ধরে লোকজন মাইরও দেয়। পরে তাকে ছেড়ে দেওয়া হয়”, যোগ করেন সামছুদ্দোহা।

তার ছেলে নাসিম বলেন, “এই ঘটনার পরও শফিক ও তার লোকজন আমাদের ভাড়াটিয়াদের কাছ থেকে নানা সময় চাঁদা আদায় করতো, হুমকি-ধমকি দেয়। গত ১৩ মার্চ থানায় একটি জিডিও করা হয়। এরপরও থামেনি শফিক। সে আমার বাবাকে একা পেয়ে গুলি করে।

এদিকে, স্থানীয় সূত্রে জানা যায়, সামছুদ্দোহার ভাতিজা মো. রিপন রূপগঞ্জ উপজেলা যুবলীগের কার্যকরী সদস্য। রিপনের সঙ্গে ছাত্রলীগ নেতা শফিকের ভাগ্নে সাকিবের পুরোনো দ্বন্দ্ব ছিল। তাদের দুইপক্ষের মধ্যে এক দফায় সংঘর্ষের ঘটনাও ঘটে।

তবে, রিপন ও সাকিবের এই দ্বন্দ্ব নয় বরং চাঁদা না পেয়ে সামছুদ্দোহার উপর সাবেক ছাত্রদল নেতা শফিক হামলা চালান বলে দাবি করেন বিএম নাসিম।

তিনি বলেন, “আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচার চাই। তারা গ্রেপ্তার না হওয়ায় এখনও আমাদের পরিবারের সবাই আতঙ্কিত। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আশা করি।”

এ বিষয়ে জানতে চাইলে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, “চাঁদা না পেয়ে গুলির অভিযোগে করা মামলাটি এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে, পুলিশ আসামিদের গ্রেপ্তারে তৎপর রয়েছে।”

সর্বশেষ

জনপ্রিয়