১২ জানুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৬:০৭, ১১ জানুয়ারি ২০২৬

রূপগঞ্জে বাণিজ্য মেলা এলাকা থেকে তিন শিশু উদ্ধার

রূপগঞ্জে বাণিজ্য মেলা এলাকা থেকে তিন শিশু উদ্ধার

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা সংলগ্ন এলাকা থেকে তিন শিশুকে উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১১ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে পূর্বাচল পুলিশ ক্যাম্পের এএসআই পংকজ ফোর্সসহ একটি অভিযান পরিচালনা করে বাণিজ্য মেলার আশপাশ থেকে রোহান (১০), সাজু (৮) ও জান্নাত (৫) নামের তিন শিশুকে উদ্ধার করে।

রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) মোক্তার হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশুরা একাধিক ঠিকানা উল্লেখ করায় তাদের প্রকৃত পরিচয় ও স্থায়ী ঠিকানা নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে তারা জানান, রোহান মামুনের সন্তান এবং সাজু ও জান্নাত রহিমের সন্তান।

উদ্ধারের পর শিশুদের নিরাপদ হেফাজতে রূপগঞ্জ থানায় আনা হয়। পরবর্তীতে রূপগঞ্জ সমাজসেবা কার্যালয়কে অবহিত করা হলে সমাজসেবা অধিদপ্তর শিশুদের প্রয়োজনীয় দেখভাল ও পরবর্তী ব্যবস্থা গ্রহণের দায়িত্ব নেয়।

সর্বশেষ

জনপ্রিয়